পরিবেশ, পরিস্থিতি দেখে বেজায় ক্ষুব্ধ মালদহের হবিবপুরের বিডিও অংশুমান দত্ত। আগামী বুধবারের মধ্যে ব্লক স্বাস্থ্য আধিকারিককে জরুরি বৈঠক ডাকার নির্দেশ দেন তিনি৷ সময়ে হাসপাতালের আউটডোরে না বসার জন্য দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে ভৎর্সনা শুরু করেন।
সূত্রের খবর, হাসপাতলের আউটডোর বিভাগ চালুর কথা প্রতিদিন সকাল ন’টায়। অথচ গিয়ে দেখা যায় সকাল ১০ টা পর্যন্ত চিকিৎসক নেই। ফাঁকা পড়ে রয়েছে আউটডোরের চেয়ার, টেবিল, চিকিৎসা সরঞ্জাম। এমনকী ওষুধপত্র বিলির ঘরও। এরপর অন্তর্বিভাগে পৌঁছন বিডিও। সেখানে চিকিৎসাধীন রোগী ও পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন। সেখানেও চিকিৎসক না পেয়ে ফোন করেন ব্লক স্বাস্থ্যকর্তাকে। দ্রুত চিকিৎসক আসার নির্দেশ দেন। এরপর শৌচালয়ে গিয়ে দেখা যায় সেখানেও পরিস্থিতি জঘন্য। অন্তর্বিভাগ পরিদর্শনের পর ফের আউটডোর বা বহির্বিভাগে ফিরে এলে ভারপ্রাপ্ত চিকিৎসকের দেখা মেলে। সময়ে না আসা নিয়ে তাঁকেও জিজ্ঞাসাবাদ এমনকি ভৎর্সনাও করেন বিডিও। সময়ে হাসপাতালে আসা নিয়ে সতর্ক করেন চিকিৎসককে।
advertisement
সকাল ন’টা থেকে ইনডোর বিভাগ চালুর কথা থাকলেও ভারপ্রাপ্ত চিকিৎসক বলেন, তিনি জানেন সকাল দশটা থেকে চালুর কথা। আর সেইমতোই আসেন। আগামী বুধবারের মধ্যে ব্লক স্বাস্থ্যকর্তাকে বৈঠক ডাকার নির্দেশ দেওয়া হয়েছে।