TRENDING:

Coromandel Express Accident: ওড়িশার রেল দুর্ঘটনায় অনাথ শিশুদের পাশে ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন

Last Updated:

Coromandel Express Accident: ওড়িশার রেল দুর্ঘটনা যেসব শিশুকে অনাথ করেছে, কিংবা যাঁদের অভিভাবক গুরুতর আহত, তাঁদের পড়াশোনা-সহ সমস্ত আগামিদিনের সমস্ত দায়িত্ব নেবে ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গত ২ জুন ওড়িশার বাহানগা বাজার স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস এবং যশবন্তপুরম – হাওড়া এক্সপ্রেস। ওই দুর্ঘটনায় ২৮৮ জনের মৃত্যু হয়। আহত হন বহু মানুষ। বহু মানুষের জীবনে তীব্র বিপর্যয় নেমে আসে। হাজারো পরিবার ভেসে যাওয়ার উপক্রম হয়। আর এই চরম বিপদসংকুল সময়ে সাহায্যের হাত বাড়াল উত্তর 24 পরগনার ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওড়িশার রেল দুর্ঘটনা যেসব শিশুকে অনাথ করেছে, কিংবা যাঁদের অভিভাবক গুরুতর আহত, তাঁদের পড়াশোনা-সহ সমস্ত আগামিদিনের সমস্ত দায়িত্ব নেবে ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন।
ওড়িশার বাহানগা বাজার স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস এবং যশবন্তপুরম - হাওড়া এক্সপ্রেস
ওড়িশার বাহানগা বাজার স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস এবং যশবন্তপুরম - হাওড়া এক্সপ্রেস
advertisement

ট্রেনে কেউ যাচ্ছিলেন কাজের জায়গায়,কেউ ফিরছিলেন বাড়ি,কেউ বা আবার সুস্থ হওয়ার আশায় যাচ্ছিলেন চিকিৎসকের কাছে।কেউ একা, কেউ সপরিবারে। আর একটা দুর্ঘটনা বদলে দিয়েছে অনেকের জীবন। যে শিশু মায়ের কোলে ছিল, দুর্ঘটনা তাকে পিতৃ-মাতৃহারা করেছে। কারও বাবা ফিরছিলেন কাজের জায়গায়, এখন গুরুতর আহত। কবে পরিস্থিতি আগের মতো স্বাভাবিক হবে, জানে না কেউ। কেন্দ্র সরকার – রাজ্য সরকার ক্ষতিপূরণ ঘোষণা করেছে ঠিকই। কিন্তু এমন শিশুরা আছে যাদের মাথার ওপর কেউ নেই। তাদের দিকে সাহায্যের হাত বাড়াল ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন।

advertisement

রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সম্পাদক স্বামী নিত্যরূপানন্দ জানালেন, ‘‘রামকৃষ্ণ  বিবেকানন্দ  মিশন দেশের বিভিন্ন জায়গায় অনাথ আশ্রম চালায়। এই ভয়াবহ দুর্ঘটনায় যেসব শিশু তাদের বাবা-মাকে হারিয়েছে, অথবা তাদের অভিভাবক গুরুতর আহত হয়েছেন, ৫ থেকে ১৪ বছর বয়সি সেই সব শিশুর পড়াশোনা সহ সমস্ত দায়িত্ব আমরা নেব। প্রয়োজনে ১৮ বছর পর্যন্ত আমরা তাদের দেখব।’’ যোগাযোগ করার জন্য একটি ই মেল অ্যাড্রেস (rkvmsecretary@gmail.com)দেওয়া হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওড়িশার রেল দুর্ঘটনা যেসব শিশুকে অনাথ করেছে, বা যাঁদের অভিভাবক গুরুতর আহত, তাঁদের পড়াশোনা-সহ সমস্ত আগামিদিনের সমস্ত দায়িত্ব নেবে ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Coromandel Express Accident: ওড়িশার রেল দুর্ঘটনায় অনাথ শিশুদের পাশে ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল