TRENDING:

Barasat Blast: বন্ধ ইটভাটার আড়ালেই গুছিয়ে বাজি তৈরির বেআইনি কারবার! দত্তপুকুর কাণ্ডে পুলিশের নজরে অস্থায়ী ছাউনি

Last Updated:

ইটভাটার ভিতরে থাকা এই ছাউনিগুলি থেকে যাতে কোনও ভাবেই কোন্য তথ্যপ্রমাণ এদিকওদিক না হয়, সেটাই নিশ্চিত করতে চাইছে পুলিশ৷ Dont cross ফিতে দিয়ে আটকে দেওয়া হয়েছে বন্ধ ইটভাটার মূল গেট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণবঙ্গ: বন্ধ ইটভাটা৷ আর তার ভিতরেই ক’টা বাঁশ আর প্লাস্টিক দিয়ে ছোট ছোট অস্থায়ী ছাউনি৷ আর তাতেই তৈরি হত বাজি, প্রাথমিক ভাবে মজুতও করা হতো এখানেই। দত্তপুকুর বিস্ফোরণের ঘটনায় এই ছাউনিগুলির কথা আগেই জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা৷ এবার এগুলির দিকে বিশেষ নজর দিলেন তদন্তকারীরাও৷ সূত্রের খবর, তদন্তকারীরা মনে করছেন, এই ছাউনিগুলোর মধ্যে বিস্ফোরণের ঘটনা সংক্রান্ত আরও তথ্য লুকিয়ে থাকতে পারে৷
advertisement

সূত্রের খবর, বাঁশ এবং প্লাস্টিক দিয়ে করা এই অস্থায়ী ছাউনিগুলোই আদতে ছিল কেরামতদের অবৈধ বাজি কারখানার ল্যাবরেটরি৷ এখানেই বাজি তৈরির যাবতীয় সরঞ্জাম রাখা থাকত৷ তৈরি হত বাজিও৷

ঘটনাস্থলে বারুদ এবং বাজি তৈরির সরঞ্জাম ছাড়াও কিছু ‘সন্দেহজনক’ রাসায়নিক পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর৷ এমনকি, রাখা থাকত স্টোনচিপসও৷ এ ছাড়া এখানে তৈরি করা কিছু বাজি এখনও মজুত রয়েছে৷ সেগুলিও খতিয়ে দেখছে পুলিশ।

advertisement

আরও পড়ুন: র‍্যাগিংয়ের বিরুদ্ধে আন্দোলনে আবার পথে এসএফআই, প্রথমসারিতে যাদবপুরের প্রাক্তনী মহম্মদ সেলিম

সব মিলিয়ে গত রবিবার দত্তপুকুরের নীলগঞ্জের ওই বাড়িতে বিস্ফোরণের ঘটনার পিছনে কী লুকিয়ে রয়েছে, তার হদিস পেতে এই ছাউনিগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তদন্তকারীরা৷ সেই কারণেই মঙ্গলবার এই বন্ধ ইটভাটার গোটাটাই ঘিরে ফেলা হয়েছে পুলিশের তরফে৷

advertisement

ইটভাটার ভিতরে থাকা এই ছাউনিগুলি থেকে যাতে কোনও ভাবেই কোনও তথ্যপ্রমাণ এদিকওদিক না হয়, সেটাই নিশ্চিত করতে চাইছে পুলিশ৷ Dont cross ফিতে দিয়ে আটকে দেওয়া হয়েছে বন্ধ ইটভাটার মূল গেট।

আরও পড়ুন: ’পশ্চিমবঙ্গ দিবস’ নিয়ে নবান্নে সর্বদলীয় বৈঠক‘! অনুপস্থিত থাকতে পারে বাম-কংগ্রেস-বিজেপি

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

গত রবিবার দত্তপুকুরের নীলগঞ্জে একটি বাড়িতে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে৷ ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ গ্রেফতার করা হয়েছে এক জনকে৷ সাসপেন্ড দত্তপুকুর থানার আইসি শুভব্রত ঘোষ এবং নীলগঞ্জ ফাঁড়ির ওসি হিমাদ্রি ডোগরা৷ গত সোমবার ঘটনাস্থল পরিদর্শন করে এসেছে এআইএ-র এক প্রতিনিধি দল৷ তাঁরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে এই সংক্রান্ত রিপোর্ট পাঠাবে বলে সূত্রের খবর৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Barasat Blast: বন্ধ ইটভাটার আড়ালেই গুছিয়ে বাজি তৈরির বেআইনি কারবার! দত্তপুকুর কাণ্ডে পুলিশের নজরে অস্থায়ী ছাউনি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল