TRENDING:

Kolkata Fire: বড়বাজার অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ১৫! প্রশাসনকে জানালে আগে ব্যবস্থা নেওয়া যেত আক্ষেপের সুর ফিরহাদের

Last Updated:

বড়বাজারের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জন প্রাণ হারিয়েছেন বলে জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বড়বাজারের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জন প্রাণ হারিয়েছেন বলে জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এই প্রসঙ্গে তিনি বলেন, “মোট ১৫ জনের মৃত্যু হয়েছে, সবার পরিবারের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ। অনেকেরই পরিবার দূরে রয়েছেন। শনাক্তকরণ না হওয়া পর্যন্ত পিস ওয়ার্ল্ডে থাকবে দেহ।”
বড়বাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত বেড়ে ১৫,
বড়বাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত বেড়ে ১৫,
advertisement

অন্যদিকে, অগ্নিকাণ্ডের এই ঘটনায় এবারে গ্রেফতার করা হল হোটেলের ম্যানেজারকে। গতকাল অর্থাৎ সোমবার রাতে ওই ঘিঞ্জি এলাকায় আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনায় দমকলের পক্ষ থেকে অভিযোগ জানানো হয় যে হোটেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেখানে পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না ছিল না জলও। হোটেলে দাহ্যবস্তু রাখা ছিল। এছাড়াও, ওই হোটেলে বেআইনি নির্মাণ হচ্ছিল বলেও অভিযোগ করেন মেয়র ফিরহাদ হাকিম। এই প্রসঙ্গে তিনি বলেন, “অনেকেই জানেন কিন্তু ঘটনা ঘটে যাওয়ার পরে তারা অভিযোগ করেন। আগে থেকে পুরসভা কে অভিযোগ জানালে ব্যবস্থা নেওয়া যেত। পুরসভার তরফে পুর কমিশনারের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হচ্ছে। যাতে দমকলের আধিকারিকরাও থাকবেন। তারা এই সমস্ত অভিযোগগুলি খতিয়ে দেখবেন।”

advertisement

আরও পড়ুন: আগুন নেভানোর মতো জল-ও ছিল না? পুড়ে মরে গেল ১৪ টা মানুষ, তদন্তের নির্দেশ মমতার

এরপরেই, পদক্ষেপ করে পুলিশ। দমকলের অভিযোগের ভিত্তিতে আটক করা হয় হোটেলের ম্যানেজারকে। তাঁকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই প্রসঙ্গে দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে,

advertisement

দমকলের অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর দায়ের করা হয়েছিল। এরপরেই ম্যানেজারকে আটক করা হয়েছে। চলছে জিজ্ঞাসাবাদ।

প্রসঙ্গত, মেছুয়া বাজারের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত মঙ্গলবার সন্ধেবেলা হঠাৎ করেই আগুন লাগে বড়বাজারের ঘিঞ্জি এলাকার ওই হোটেলে। হোটেলের তিন থেকে ছ’তলার মধ্যে ছিল বোর্ডারদের ঘর। স্থানীয় সূত্রে খবর, আগুন নেভানোর মতো পর্যাপ্ত জলও ছিল না ওই বিল্ডিংয়ে। ঘটনায় দুই শিশু সহ ১৩ জন জীবন্ত দগ্ধ হয়ে মারা গিয়েছেন ওই হোটেলেরই বিভিন্ন ঘরে। অগ্নিকাণ্ডের সময় পাইপ বেয়ে নামতে গিয়ে পড়ে মারা গিয়েছেন একজন।

advertisement

আরও পড়ুন: সারারাত জেগেছিলেন মুখ্যমন্ত্রী, বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের আর্থিক সাহায্য ঘোষণা মমতার

সেরা ভিডিও

আরও দেখুন
চোখ ধাঁধানো আলপনায় মোড়া মণ্ডপ, এমন নিখুঁত কাজ দেখতে দর্শকদের হুড়োহুড়ি
আরও দেখুন

ইতিমধ্যেই, অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ যেভাবে ওই পরিস্থিতিতে আটকে থাকা ৯৯ শতাংশ মানুষকে দমকলবাহিনী উদ্ধার করেছে সেই বিষয়টিরও প্রশংসা করেছেন তিনি৷ ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়দেরও৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Fire: বড়বাজার অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ১৫! প্রশাসনকে জানালে আগে ব্যবস্থা নেওয়া যেত আক্ষেপের সুর ফিরহাদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল