পাশাপাশি, করোনা বিধিকে আরও কার্যকরী করার নির্দেশ দেওয়া হয়েছে। রাত ন'টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত যে বিধি-নিষেধ রয়েছে সেই বিধি-নিষেধকে আরও কড়া হাতে কার্যকরী করতে হবে। মাস্ক ব্যবহার নিয়ে নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গুরুত্ব দেওয়া হয়েছে শহরে, বিশেষত বস্তি এলাকাগুলিতে টিকাকরণের উপর ৷ মৃত্যুর কারণ বিশ্লেষণের সঙ্গে প্রয়োজনে মৃত্যুর ঘটনা হ্রাসের দিকেও নজর দিতে নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের৷ বাজার এলাকাগুলির সচেতনতা প্রসার কর্মসূচিতে বাজার কমিটিগুলিকে সামিল করার কথা বলা হয়েছে ৷ বিশেষত বাজারে যাতে মাস্ক ব্যবহার করা হয়, সেই সচেতনতা প্রসারে বাজার কমিটিদের নিযুক্ত করার নির্দেশ জারি করা হয়েছে ৷
advertisement
তৃতীয় ঢেউ রোধে রাজ্যের জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলির দিকে বিশেষ নজর দিয়েছে রাজ্য প্রশাসন৷ ইতিমধ্যেই দিঘা-সহ পূর্ব মেদিনীপুরের পর্যটনকেন্দ্রগুলিতে শুরু হয়েছে নাকা-চেকিং৷ সোমবার কাঁথি মহকুমা প্রশাসনের তরফে জানানো হয়েছে, কোভিডের দুই দফা টিকাগ্রহণ সম্পূর্ণ করে তবেই দিঘা, তাজপুর, মন্দারমণি, শঙ্করপুর-সহ স্থানীয় সৈকতকেন্দ্রিক পর্যটনকেন্দ্রে প্রবেশ করতে পারবেন পর্যটকরা ৷ নয়তো, ৪৮ ঘণ্টার মধ্যে করানো র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা (র্যাট) বা আরটিপিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে ৷
সাধারণত সপ্তাহান্তে দিঘা-সহ কাছাকাছি সৈকতগুলিতে পর্যটকদের ভিড় বাড়ে৷ শুক্রবার দিঘা বাইপাসে নাকা তল্লাশিতে শতাধিক পর্যটককে ফিরিয়ে দেওয়া হয় ৷ টিকার দুটি ডোজের শংসাপত্র বা র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা (র্যাট) বা আরটিপিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট দেখাতে না পারা পর্যটকরা ফিরে যেতে বাধ্য হয়েছেন সমুদ্রদর্শন অধরা রেখেই ৷
সোমরাজ বন্দ্যোপাধ্যায়