TRENDING:

Kolkata book fair: বাংলাদেশ বিহীন কলকাতা বইমেলা, প্রায় তিন দশক পর থাকছে না ওপার বাংলার কোনও স্টল

Last Updated:

অন‍্যান্য বার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন মারফত গিল্ডের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশের প্রকাশনা সংস্থাগুলি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ১৯৯৬ সালের পর এই প্রথমবার কলকাতা বইমেলায় অনুপস্থিত থাকবে বাংলাদেশ। বাংলাদেশের সরকারি স্টল তো বটেই, কোনও বেসরকারি বাংলাদেশের প্রকাশদেরও স্টল থাকছে না ৪৮ তম কলকাতা বইমেলায়। এ দিন দিল্লিতে এমনই জানিয়েছেন পাবলিশার্স এবং বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ‍্যায়।
কলকাতা বইমেলায় নেই বাংলাদেশ৷
কলকাতা বইমেলায় নেই বাংলাদেশ৷
advertisement

তিনি জানান, অন‍্যান্য বার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন মারফত গিল্ডের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশের প্রকাশনা সংস্থাগুলি। এবার ঢাকা থেকে কিছু আধা সরকারি এবং বেসরকারি সংস্থার পক্ষ থেকে গিল্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল৷ গিল্ডের পক্ষ থেকে তাঁরা জানিয়ে দেন, বর্তমানে দুই দেশের সম্পর্ক যেভাবে সব স্তরেই উত্তপ্ত হয়ে উঠেছে, এই পরিস্থিতিতে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন মারফত গিল্ডের কাছে আবেদন কর তে হবে বাংলাদেশি প্রকাশকদের৷ এর পর ভারতের বিদেশ মন্ত্রকের অনুমতি মিললেই বইমেলায় অংশ নিতে পারবেন বাংলাদেশি প্রকাশনা সংস্থাগুলি৷ যদিও এখনও পর্যন্ত সেরকম কোনও আবেদন সরকারিভাবে গিল্ডের কাছে জমা পড়েনি বলেই জানিয়য়েছেন ত্রিদিববাবু।

advertisement

আরও পড়ুন: লস অ্যাঞ্জলেসের আগুন ঠেকাতে এখন এটাই ভরসা, গোলাপি এই পাউডার আসলে কী, জানেন?

পাশাপাশি ত্রিদিববাবু স্পষ্ট করেছেন, বর্তমান পরিস্থিতিতে অন‍্যান্য যে প্রকাশনা সংস্থা সহ অন্যান্য স্টল বইমেলায় অংশ নেবে, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতেও তাঁরা বদ্ধপরিকর। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশি কোনও স্টল বইমেলায় করা হলে সেটা বিঘ্নিত হতে পারে বলে মনে করেন তাঁরা৷

advertisement

৪৮ তম কলকাতা বইমেলার থিম কান্ট্রি জার্মানি। বইমেলার ইতিহাসে এই প্রথম থিম কান্ট্রি হিসেবে যোগ দিতে চলেছে জার্মানি। বৃহস্পতিবার সেই উপলক্ষেই দিল্লির গোথে ইনস্টিটিউটে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে গিল্ডের কর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন ভারতে জার্মান রাষ্ট্রদূত ফিলিপ আকেরমান, গোথে ইনস্টিটিউট সাউথ এশিয়ার রিজিওনাল ডিরেক্টর মারলা স্টুকেনবার্গরা।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত, ২০০৬ সালে দূষণ ইস‍্যুতে কলকাতা বইমেলা থেকে মুখ ফিরিয়েছিল জার্মানি। তারপর এই প্রথম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অংশগ্রহণ করতে চলেছে জার্মানি৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata book fair: বাংলাদেশ বিহীন কলকাতা বইমেলা, প্রায় তিন দশক পর থাকছে না ওপার বাংলার কোনও স্টল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল