মৃতার নাম সুষমা প্রসাদ, বাড়ি নেহেরু কলোনিতে। ঘটনার পর লেকটাউন থানার পুলিশ দেহটিকে উদ্ধার করে আরজি কর হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। ট্রেনের হর্ন শুনে প্রাণ বাঁচাতে ৫ নম্বর দক্ষিণদাড়ির রেল ব্রিজের উপর থেকে নিচে ঝাঁপ দিয়ে পড়েন তিনি। সেখানেই মৃত্যু হয় নেহেরু কলোনির বাসিন্দা সুষমা প্রসাদের।
আরও পড়ুন: সন্তানকে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করবেন? ফর্ম পূরণের সময় কী কী নথি লাগবেই জানেন তো? জরুরি খবর জানুন
advertisement
এদিন সকাল ৭টা নাগাদ ট্রেনে করে উল্টোডাঙ্গায় আসেন ওই মহিলা। রেললাইন ধরে স্বামী-স্ত্রী দক্ষিণদাড়ির দিকে এক নম্বর লাইন ধরে পায়ে হেঁটে আসার সময় ঠিক দক্ষিণদাড়ি পাঁচ নম্বর ব্রিজের কাছে দু’নম্বর লাইনে ট্রেন চলে আসে।
হঠাৎ করে ট্রেন হর্ন বাজালে মহিলা ভাবেন এক নম্বরে ট্রেন চলে এসেছে। প্রাণ বাঁচাতে রেললাইনের মাঝে ব্রিজের উপর ফাঁকা দিয়ে নিচে লাফ দেন। ট্রেনের নীচে চলে যান তিনি। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন ডাক্তার।
অনুপ চক্রবর্তী