TRENDING:

Bangla News: মৃত্যুই যেন লেখা ছিল! ট্রেন এল ২ নম্বরে, প্রাণ বাঁচাতে সেই লাইনেই ঝাঁপ মহিলার! লেকটাউনে ভয়াবহ মৃত্যু

Last Updated:

Bangla News: পুলিশ সূত্রে খবর, ট্রেন চলে আসায় প্রাণ সংশয়ে ৫ নম্বর দক্ষিণদাড়ি ব্রিজের উপর থেকে ঝাঁপ দিয়ে পড়ে মৃত্যু হয় ওই মহিলার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: লেকটাউন দক্ষিণদাঁড়িতে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু। মরদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাতটা নাগাদ। পুলিশ সূত্রে খবর, ট্রেন চলে আসায় প্রাণ সংশয়ে ৫ নম্বর দক্ষিণদাড়ি ব্রিজের উপর থেকে ঝাঁপ দিয়ে পড়ে মৃত্যু হয় ওই মহিলার।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

মৃতার নাম সুষমা প্রসাদ, বাড়ি নেহেরু কলোনিতে। ঘটনার পর লেকটাউন থানার পুলিশ দেহটিকে উদ্ধার করে আরজি কর হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। ট্রেনের হর্ন শুনে প্রাণ বাঁচাতে ৫ নম্বর দক্ষিণদাড়ির রেল ব্রিজের উপর থেকে নিচে ঝাঁপ দিয়ে পড়েন তিনি। সেখানেই মৃত্যু হয় নেহেরু কলোনির বাসিন্দা সুষমা প্রসাদের।

আরও পড়ুন: সন্তানকে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করবেন? ফর্ম পূরণের সময় কী কী নথি লাগবেই জানেন তো? জরুরি খবর জানুন

advertisement

এদিন সকাল ৭টা নাগাদ ট্রেনে করে উল্টোডাঙ্গায় আসেন ওই মহিলা। রেললাইন ধরে স্বামী-স্ত্রী দক্ষিণদাড়ির দিকে এক নম্বর লাইন ধরে পায়ে হেঁটে আসার সময় ঠিক দক্ষিণদাড়ি পাঁচ নম্বর ব্রিজের কাছে দু’নম্বর লাইনে ট্রেন চলে আসে।

আরও পড়ুন: ৯ মাস ধরে মহাকাশে সুনীতার সঙ্গী, বুচ উইলমোর নভশ্চর হওয়ার আগে কী করতেন জানেন? জানলে অবিশ্বাস্য মনে হবে!

advertisement

হঠাৎ করে ট্রেন হর্ন বাজালে মহিলা ভাবেন এক নম্বরে ট্রেন চলে এসেছে। প্রাণ বাঁচাতে রেললাইনের মাঝে ব্রিজের উপর ফাঁকা দিয়ে নিচে লাফ দেন। ট্রেনের নীচে চলে যান তিনি। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন ডাক্তার।

সেরা ভিডিও

আরও দেখুন
বানাবার ঝক্কি শেষ, নাড়ু এবার মিলছে বাজারেই! ১০ পিস নারকেল নাড়ুর দাম কত জানেন?
আরও দেখুন

অনুপ চক্রবর্তী

বাংলা খবর/ খবর/কলকাতা/
Bangla News: মৃত্যুই যেন লেখা ছিল! ট্রেন এল ২ নম্বরে, প্রাণ বাঁচাতে সেই লাইনেই ঝাঁপ মহিলার! লেকটাউনে ভয়াবহ মৃত্যু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল