এদিন বাবা-কে সঙ্গে নিয়ে সভামঞ্চের কাছে পৌঁছন শুভ্রাংশু। বলেন, ”বাবা তৃণমূলেই আছে!” হঠাৎ করে গাড়ি থেকে নেমে এমনটাই বলে বসলেন শুভ্রাংশু রায়৷ সবাই যখন ভাবছে এমন কথার কারণ কী, তখন গাড়ির সামনের দরজা খুলে নেমে এলেন স্বয়ং মুকুল রায়।
আরও পড়ুন: জানা গেল নাম-পরিচয়, মমতার বাড়ির সামনে ভয়ঙ্কর আগ্নেয়াস্ত্র নিয়ে ধৃত যুবক! কে সে?
advertisement
২১ এর মঞ্চে তখন বক্তৃতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিরোধিতায় সুর চড়াচ্ছেন। INDIA জোটের পক্ষে সওয়াল করছেন। আর তখনই মঞ্চের প্রবেশের দরজায় এসে দাঁড়িয়ে গেলেন মুকুল রায়৷ হাজারো প্রশ্নের মুখে দাঁড়িয়ে তিনি অবশ্য বলছেন, তিনি তৃণমূলেই আছেন৷ যদিও কিছু দিন আগেই তার রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছিল। তার হঠাৎ দিল্লি সফর নিয়ে রাজনৈতিক মহলে চূড়ান্ত আগ্রহ তৈরি হয়। আর ফের রাজনৈতিক ভাবে অবাক করেই ২১-এর সভাস্থলে হাজির হয়ে গেলেন মুকুল রায়।
আরও পড়ুন: মমতা চালাবেন দেশ আর অভিষেক রাজ্য, ‘স্পষ্ট’ করে দিলেন তৃণমূলের লোকসভার নেতা সুদীপ
প্রসঙ্গত, সভাস্থলে হাজির হলেও সেখানে উপস্থিত অনেকেই প্রথমে চিনতে পারেননি কৃষ্ণনগর উত্তরের বিধায়ককে। পরে শুভ্রাংশুকে দেখে তাঁর বাবা মুকুলকে চিনতে পারেন বেশ কয়েকজন। তার পরে শুভ্রাংশুর সঙ্গে সেখানে উপস্থিত স্বেচ্ছাসেবকরা মুকুলকে নিয়ে যেতে শুভ্রাংশুকে সহযোগিতা করেন।
অবশ্য গত বছর ২১ জুলাইয়ের সমাবেশেও এসেছিলেন মুকুল রায়। তবে গতবারও মঞ্চে ওঠেননি তিনি। নীচে বসে ছিলেন। এবারও তেমনই ঘটল। তবে, বিজেপির সঙ্গে ফের যে তাঁর ‘দূরত্ব’ বেড়ে গিয়েছে, তা এদিন তৃণমূলের সভায় গিয়ে বুঝিয়ে দিলেন তিনি।