TRENDING:

Mukul Roy: একুশের সভায় সবচেয়ে বড় চমক মুকুল রায়! ছেলে শুভ্রাংশু জানিয়ে দিলেন, বাবা কোন দলে?

Last Updated:

Mukul Roy: এদিন বাবা-কে সঙ্গে নিয়ে সভামঞ্চের কাছে পৌঁছন শুভ্রাংশু।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: একসময় তিনিই ছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। ২১ জুলাই তৃণমূলের সভামঞ্চে প্রথম সারিতেই থাকতেন মুকুল রায়। শহিদ দিবসের মঞ্চে মমতার ঠিক আগেই বক্তৃতা করতেন তিনি। তবে সে দিন অতীত। তৃণমূল থেকে বিজেপি, ফের বিজেপি থেকে তৃণমূলে। এরপর আবার বিজেপিতে যোগ দেবেন বলে জল্পনা ছড়ায় মুকুল রায়কে ঘিরে। কিন্তু সেই জল বেশিদূর গড়ায়নি। মুকুল রায় ‘অসুস্থ’, রাজ্য রাজনীতিতে এটাই এখন সবথেকে চর্চিত ‘সত্য’। সেই মুকুল রায়ে ২১ জুলাইয়ের সভামঞ্চে পৌঁছলেন ছেলে শুভ্রাংশুকে সঙ্গে নিয়ে। কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক মুকুল রায় এখন কি তবে পাকাপাকি ফের তৃণমূল নেতা, প্রশ্ন উড়ে বেড়াল একুশের সভামঞ্চের আনাচে-কানাচে।
ফের শিরোনামে মুকুল রায়
ফের শিরোনামে মুকুল রায়
advertisement

এদিন বাবা-কে সঙ্গে নিয়ে সভামঞ্চের কাছে পৌঁছন শুভ্রাংশু। বলেন, ”বাবা তৃণমূলেই আছে!” হঠাৎ করে গাড়ি থেকে নেমে এমনটাই বলে বসলেন শুভ্রাংশু রায়৷ সবাই যখন ভাবছে এমন কথার কারণ কী, তখন গাড়ির সামনের দরজা খুলে নেমে এলেন স্বয়ং মুকুল রায়।

আরও পড়ুন: জানা গেল নাম-পরিচয়, মমতার বাড়ির সামনে ভয়ঙ্কর আগ্নেয়াস্ত্র নিয়ে ধৃত যুবক! কে সে?

advertisement

২১ এর মঞ্চে তখন বক্তৃতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিরোধিতায় সুর চড়াচ্ছেন। INDIA জোটের পক্ষে সওয়াল করছেন। আর তখনই মঞ্চের প্রবেশের দরজায় এসে দাঁড়িয়ে গেলেন মুকুল রায়৷ হাজারো প্রশ্নের মুখে দাঁড়িয়ে তিনি অবশ্য বলছেন, তিনি তৃণমূলেই আছেন৷ যদিও কিছু দিন আগেই তার রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছিল। তার হঠাৎ দিল্লি সফর নিয়ে রাজনৈতিক মহলে চূড়ান্ত আগ্রহ তৈরি হয়। আর ফের রাজনৈতিক ভাবে অবাক করেই ২১-এর সভাস্থলে হাজির হয়ে গেলেন মুকুল রায়।

advertisement

আরও পড়ুন: মমতা চালাবেন দেশ আর অভিষেক রাজ্য, ‘স্পষ্ট’ করে দিলেন তৃণমূলের লোকসভার নেতা সুদীপ

প্রসঙ্গত, সভাস্থলে হাজির হলেও সেখানে উপস্থিত অনেকেই প্রথমে চিনতে পারেননি কৃষ্ণনগর উত্তরের বিধায়ককে। পরে শুভ্রাংশুকে দেখে তাঁর বাবা মুকুলকে চিনতে পারেন বেশ কয়েকজন। তার পরে শুভ্রাংশুর সঙ্গে সেখানে উপস্থিত স্বেচ্ছাসেবকরা মুকুলকে নিয়ে যেতে শুভ্রাংশুকে সহযোগিতা করেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

অবশ্য গত বছর ২১ জুলাইয়ের সমাবেশেও এসেছিলেন মুকুল রায়। তবে গতবারও মঞ্চে ওঠেননি তিনি। নীচে বসে ছিলেন। এবারও তেমনই ঘটল। তবে, বিজেপির সঙ্গে ফের যে তাঁর ‘দূরত্ব’ বেড়ে গিয়েছে, তা এদিন তৃণমূলের সভায় গিয়ে বুঝিয়ে দিলেন তিনি।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mukul Roy: একুশের সভায় সবচেয়ে বড় চমক মুকুল রায়! ছেলে শুভ্রাংশু জানিয়ে দিলেন, বাবা কোন দলে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল