TRENDING:

Bangla News: নিকো পার্কের লকার রুমে মারাত্মক কাণ্ড! গ্রেফতার ৪ কসবার বাসিন্দা

Last Updated:

তবে চাবিটি রাস্তায় কোথাও পরে যায়। (Bangla News)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নিকো পার্কের ওয়াটার পার্কে চুরি করতে গিয়ে ধৃত দুই মহিলা-সহ চার। অভিযুক্তদের গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। প্রত্যেকেই কসবার বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ওড়িশায় বাসিন্দা এক নববিবাহিত দম্পতি নিকো পার্কের ওয়াটার পার্কে আসেন। সেই সময় তাঁদের যাবতীয় জিনিস সেই পার্কের লকারে ভুল করে রেখে চাবি নিয়ে বেরিয়ে পড়েন। তবে চাবিটি রাস্তায় কোথাও পরে যায়। (Bangla News)
Bangla News
Bangla News
advertisement

আরও পড়ুন: রাজ্য সরকারের এই দফতরে বিপুল নিয়োগের বিজ্ঞপ্তি জারি, আজই বিশদে জানুন

পরে তাঁরা চাবি খোঁজার জন্য আবার লকাররুমে যান। সেই সময় তাঁরা দেখতে পান এক যুবক তাঁদের লকার খুলে জিনিসপত্র হাতিয়ে নিচ্ছেন। এর পরই পার্ক কতৃপক্ষের সহযোগিতায় ভিকি সাহু নামের সেই যুবক এবং যুবকের সঙ্গে থাকা দুই যুবতী-সহ ৪ জনকে আটক করা হয়। পরে বিধাননগর দক্ষিণ থানায় খবর দেয় পার্ক কতৃপক্ষ। পুলিশ এসে চার অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযুক্তদের নাম সোনালি ঘোষ, দেবলীনা দাস, ভিকি সাহু ও অর্ণব পাল। প্রত্যেকেই কসবা এলাকার বাসিন্দা। শুক্রবার অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হবে।

advertisement

আরও পড়ুন: আচমকাই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মাধবী মুখোপাধ্যায়, কেমন আছেন এখন?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কী কারণে এভাবে লকারের জিনিস চুরি করছিলেন অভিযুক্তরা, তা জানতে চায় পুলিশ। এর আগেও এমন কাণ্ড তারা সেখানে ঘটিয়েছেন কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই পার্কের বিভিন্ন স্থানে লাগানো সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। আগেও কখনও অভিযুক্তদের ওই পার্কে দেখা গিয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Bangla News: নিকো পার্কের লকার রুমে মারাত্মক কাণ্ড! গ্রেফতার ৪ কসবার বাসিন্দা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল