অ-বিজেপি শাসিত রাজ্যের স্পিকাররাও এতে রাজি নন। পিএম টু ডিএম মাইনাস সিএম-এর আগে কেন্দ্রীয় সরকার এমন ব্যবস্থা নিতে চেয়েছিল। ঘুরপথে কি এমন রণকৌশল নিতে চায় কেন্দ্র? জল্পনা জোরদার অধ্যক্ষ সম্মেলনের পরে।
advertisement
রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় জানিয়েছেন, ‘পঞ্চায়েত সরাসরি কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করবে। লোকসভার স্পিকার তা স্পিকার কনফারেন্সে প্রস্তাব করেন। আমি সেখানে আপত্তি জানিয়েছি। কেন্দ্র সরাসরি রাজ্যকে বাদ দিয়ে কাজ করতে চায়। ওরা রাজ্যের উপর নিয়ন্ত্রণ কায়েম করতে চায়। এই সব তার পরিকল্পনা। পঞ্চায়েত ব্যবস্থা আমাদের রাজ্যের অধীনে অত্যন্ত ভাল ভাবে চলছে।’
আরও পড়ুন: গোটা পৃথিবীর সেরা স্কুলের তালিকায় ভারতের কোন স্কুল? নাম জানলে গর্বে বুক ভরে উঠবে! কুর্নিশ
বিমান বন্দ্যোপাধ্যায়ের আরও অভিযোগ, ‘আস্তে আস্তে আমাদের রাজ্যে বাংলায় নানা প্রভাব খাটাতে চাইছে। রাজ্যের নানা ক্ষমতা নিয়ন্ত্রণ করতে চাইছে। এটা কিন্তু যুক্তরাষ্ট্র কাঠামোর উপর আঘাত। এবার না কোনও দিন বলে বসে বিধানসভা পরিচালনা করবে কেন্দ্র। এমএলএ, এমপি আমাদের বাংলায় কীভাবে কাজ করবে। বাংলায় কথায় কথায় তাদের বাড়িতে পাঠানো হচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। এরা কাজ করবে কী করে? এরা তো সবাই আতঙ্কে থাকছে। মানুষের জন্য ভয় ভীতিহীন ভাবে কী করে কাজ করবে। আমাদের বিধানসভায় এটা বেশি করে হচ্ছে। এটা যথাযথ নয়।’
আবীর ঘোষাল