সেই উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হল। উন্মোচন করা হল বঙ্গ সঙ্গীত উৎসবের দুটি ব্যানার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের উদ্যোগে সঙ্গীত মেলার পাল্টা এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সহযোগিতায় বঙ্গ সঙ্গীত উৎসব করতে চলেছে বিজেপি ঘনিষ্ঠ একটি সংগঠন। আগামী ২০ জানুয়ারি প্রিনসেপ ঘাটে রাজ্যের ‘বঞ্চিত’ ও ‘গুণী’ শিল্পীদের নিয়ে হবে এই বঙ্গ সঙ্গীত উৎসব। পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গীত মেলাতে ‘স্বজনপোষণে’র অভিযোগ তুললেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। আর সেই কারণেই সঙ্গীত মেলার পাল্টা বঙ্গ সঙ্গীত উৎসবের আয়োজন করতে চলেছে তাঁরা বলে জানান সংগঠনের সভাপতি জিতেন্দ্র।
advertisement
আরও পড়ুন- ছাগল প্রসব করল দুটি বাছুর; অলৌকিক এই ঘটনা দেখে শুরু হয়েছে পূজা-অর্চনা
উদ্যোক্তারা জানিয়েছেন, ‘‘আমরা চাই না শিল্পীদের নিয়ে দলবাজি করা হোক। কিন্তু দেখা যাচ্ছে, সরকার যোগ্য এবং গুণীদের সম্মান না দিয়ে যারা বিভিন্ন নেতা মন্ত্রীর অনুগামী তাঁদেরকেই সুযোগ দেওয়া হচ্ছে সরকারি সঙ্গীত মেলায়। কিন্তু আমরা যারা যোগ্য শিল্পী তাদেরকেই সুযোগ করে দিতেই এই উদ্যোগ নিয়েছি।’’ কলকাতার প্রিন্সেপ ঘাটের পাশাপাশি আগামী দিনে জেলায় জেলায় বঙ্গ সঙ্গীত উৎসব পালন করারও ভাবনা রয়েছে বলে জানান বঙ্গ সংগীত উৎসবের আয়োজকরা।