ঘটনার সূত্রপাত এ দিন সকালে৷ এ দিন সকাল সাড়ে দশটা নাগাদ বেহালা চৌরাস্তা থেকে জেমস লং সরণীর দিকে যাচ্ছিলেন বৈশালীদেবীর ছেলে আদিত্য৷ আদিত্যর সঙ্গে ছিলেন তাঁর গাড়ির চালক৷ অভিযোগ, জেমস লং সরণী দিয়ে যাওয়ার সময় আদিত্যর গাড়ির সঙ্গে পারিজাত লাহা নামে এক ব্যক্তির গাড়ির ঘষা লাগে৷ এ নিয়েই দু' পক্ষে বচসা শুরু হয়৷ বৈশালীদেবীর অভিযোগ, এর পরই দ্বিতীয় গাড়িটি থেকে কয়েকজন নেমে এসে আদিত্যকে বেধড়ক মারধর করে৷ তাঁর মাথা এবং কোমরে চোট লাগে৷
advertisement
আদিত্যর বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছেন পারিজাত লাহাও৷ ওই ব্যক্তির দাবি, অসুস্থ মাসিকে নিয়ে তিনি ই এম বাইপাসের ধারে একটি হাসপাতালে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন৷ তাঁর অভিযোগ, গাড়িতে ঘষা লাগার পর আদিত্যই এসে তাঁদের গাড়িতে ভাঙচুর করেন৷ এমন কি, তাঁকে এবং তাঁর স্ত্রীকে মারধরও করেন৷
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বৈশালীদেবী৷ তিনি অভিযোগ করেন, এই হামলার পিছনে রাজনীতি রয়েছে৷ ঘটনার বিবরণ দিয়ে ফেসবুক লাইভও করেন বিজেপি নেত্রী৷ তাঁর দাবি, বাড়ি থেকে অনুসরণ করে এসে আদিত্যর উপরে পরিকল্পিত হামলা চালানো হয়েছে৷ তিনি বলেন, 'সাহস থাকলে আমার মুখোমুখি হোক৷ আমার ছেলের উপরে আক্রমণ করছে কেন? আমি এসবে ভয় পাব না৷'
পরে বৈশালীদেবীর গাড়ির চালক বেহালা থানায় পারিজাত লাহার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন৷ অন্যদিকে আদিত্য ডালমিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেছেন পারিজাত বাবুও৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷
বালির প্রাক্তন বিধায়ক বৈশালী ডালমিয়া ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেন৷ যদিও বালি কেন্দ্র থেকেই পরাজিত হন তিনি৷
Sanku Santra