বৈশাখী এদিন শোভনকে উইশ করতে গিয়ে ফেসবুকে লিখলেন, "তারায় তারায় লেখা আছে তোমার আমার নাম। শুভ জন্মদিন শোভন।" বৈশাখী এই পোস্ট করতেই মুহূর্তেই তা ভাইরাল হয়। তবে শুধু তারায় তারায় নয়। ফেসবুকেও তাঁদের নাম একসঙ্গেই লেখা রয়েছে।
advertisement
শোভন ও বৈশাখী একটি ফেসবুক অ্যাকাউন্টই যৌথ ভাবে ব্যবহার করেন। তা নিজেরাই এক মাস আগে প্রকাশ্যে জানান। বৈশাখী জানান, নিজের ফেসবুক অ্যাকাউন্টের নাম বদলে তিনি রেখেছেন, 'বৈশাখী শোভন ব্যানার্জি'। দিনটি ছিল ১৬ জুন। আরও একটি কারণে বিশেষ ছিল সেই দিন। কারণ সেই দিন ছিল জামাই ষষ্ঠী। নেটিজেনদের দাবি ছিল, এই দিনটির কথা মাথায় রেখেই শোভন-বৈশাখী ফেসবুকে একসঙ্গে নতুন যাত্রা শুরু করলেন।
শোভন ও বৈশাখীর এহেন বন্ধুত্বের জয়জয়কার শুরু করে দেন কয়েকজন। অনেকেই বলেন, এমন একজন বন্ধু পাশে থাকলে জীবনে আর কিছুই দরকার পড়ে না। অনেক মহিলাই আবার আক্ষেপ করে লেখেন, তাঁদের জীবনে শোভনের মতো কোনও ভালো বন্ধু নেই। তবে নিন্দুকেরও অভাব নেই। অনেকেই নানা রকমের তির্যক মন্তব্যও করেছিলেন। তবে আজ শোভনের জন্মদিনে বান্ধবী বৈশাখী যে বিশেষ প্ল্যান করে রাখবেন তা বলাই বাহুল্য!