কিন্তু শুধু গালিগালাজ নয়, খুনের পিছনে রয়েছে আরও কোনও রহস্য, এমনটাই মনে করছেন তদন্তকারীরা!শুধুমাত্র গালিগালাজ বা অপমানের জন্য এতো ঠান্ডা মাথায় খুন নয়, দাবি তদন্তকারীদের। কারণ পূর্ব পরিকল্পনা করে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে অতনু এবং তাঁর সম্পর্কিত ভাই অভিষেককে। গালিগালাজ ও অপমানের পিছনের কারণ কী? তারই সন্ধান করছেন তদন্তকারীরা।
advertisement
আরও পড়ুন: শহরে আবার টাকার পাহাড়, গার্ডেনরিচের ব্যবসায়ীর বাড়ি থেকে এখনও পর্যন্ত উদ্ধার ৭ কোটি, চলছে টাকা গোনা
জেরায় সতেন্দ্র জানায়, ট্রেন ধরে ছত্তীসগড়ে আত্মীয়ের বাড়িতে পালানোর ছক কষেছিল সে। কিন্তু শেষ পর্যন্ত রক্ষা পায়নি। পুলিশের জালে হাওড়া স্টেশনে টিকিট কাউন্টার সামনে থেকে গ্রেফতার হয় সতেন্দ্র।তদন্তকারীরা নিশ্চিত, শুধু মাত্র পঞ্চাশ হাজার টাকার জন্য খুন নয়। কেন অতনু সতেন্দ্রকে গালিগালাজ করত, এর পিছনে কী কারণ রয়েছে, তার অনুসন্ধান করছে সিআইডি।
অপহরণকারীরা মুক্তিপণ চেয়ে এবং হুমকি দিয়ে যে সব মেসেজ পাঠিয়েছিল, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। অতনুর ফোনের কল লিস্টও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।প্রসঙ্গত গত ২২ অগাস্ট বাগুইআটি থেকে দুই ছাত্রকে অপহরণ করা হয় বলে অভিযোগ। এমন কি, পরিবারের কাছে মুক্তিপণ চাওয়া হয়। ঘটনার ১৬ দিন পর গ্রেফতার করা হয় অভিজিৎ নামে এক অভিযুক্তকে। তাকে জেরা করে জানা যায়, দুই ছাত্রকে শ্বাসরোধ করে গাড়ির মধ্যে হত্যা করা হয়েছে। মূল অভিযুক্ত সতেন্দ্র চৌধুরী। খুন করার জন্য ভাড়াটে খুনি নিয়ে আসে সে।