TRENDING:

বাগুইআটি ডাকাতিতে নয়ামোড়! মিথ্যে বলেছেন গৃহকর্ত্রী স্বপ্না কুণ্ডু

Last Updated:

নয়ামোড় নিল বাগুইআটি ডাকাতি। জানা যায়, পুলিশকে মিথ্যা বলেছেন গৃহকর্ত্রী স্বপ্না কুণ্ডু !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নয়ামোড় নিল বাগুইআটি ডাকাতি। জানা যায়, পুলিশকে মিথ্যে বলেছেন গৃহকর্ত্রী স্বপ্না কুণ্ডু ! তিনি পুলিশকে জানিয়েছিলেন, যাতে কেউ চিনতে না পারে, সে জন্য দুষ্কৃতিরা নাকী, মাথায় হেলমেট ও হাতে গ্লাভস পরে এসেছিল  ৷ বাড়িতে ঢুকে,  তাঁকে মারধর করে,  প্রায় ২০ ভরি সোনার গয়না ও নগদ টাকা লুঠ করে পালায় ৷
advertisement

আরও পড়ুন-এগিয়ে বাংলা: ভূগর্ভস্থ বিদ্যুতায়নে জোর রাজ্য সরকারের, লোডশেডিংয়ের হার কমেছে রাজ্যে

কিন্তু পুলিশি তদন্তে ধরা পড়ে,  কেউ জোর করে বাড়িতে  ঢোকেনি! এসেছিল, উপহার দেওয়ার নাম করে । বেলের শব্দ শুনেই গেট খোলা হয়। গেট খোলেন গৃহকর্ত্রী নিজেই। আর তারপরেই চলে লুঠপাট। এই দলের এক যুবকের সঙ্গে পূর্বপরিচিতি ছিল স্বপ্নার।  নাম আকাশ।  একথা আগেই জানায় নিউজ18 বাংলা। ফেসবুকের মাধ্যমে ওই যুবকের সঙ্গে পরিচয় হয়েছিল গৃহকর্ত্রীর ৷ প্রায়ই বাগুইআটির ওই বাড়িতে যাতায়াত করত সে ৷ গত রবিবার, ভরসন্ধ্যায় বাগুইআটির দেশবন্ধুনগরের ওই বাড়িতে নিজের দুই সঙ্গীকে নিয়ে ডাকাতির পরিকল্পনা করেছিল পূর্বপরিচিত ওই যুবক ৷

advertisement

আরও পড়ুন-বাগুইআটি ডাকাতি কাণ্ডের কিনারা, ধৃত ফেসবুকবন্ধু-সহ ৩

এই ঘটনায় এখন পর্যন্ত ধরা পড়েছে তিন যুবক ৷ পুলিশ সূত্রে খবর, দমদম থেকে গ্রেফতার হয়েছেন সঞ্জীব দাস ওরফে নাড়ু ওরফে আকাশ, প্রভাকর নাইয়া ও শুভাশিস কর্মকার ওরফে পাপাই নামে ৩ দুষ্কৃতীকে।

সেরা ভিডিও

আরও দেখুন
দেবী অংশ নেন 'প্রতিযোগিতায়'! কার নিরঞ্জন আগে হবে, ঠিক করে ফলাফল! পুরোটা জানুন
আরও দেখুন

অারও পড়ুন-রাজারহাটে মহিলার অস্বাভাবিক মৃত্যু, উদ্ধার দেহ

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
বাগুইআটি ডাকাতিতে নয়ামোড়! মিথ্যে বলেছেন গৃহকর্ত্রী স্বপ্না কুণ্ডু