বাগরি মার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ মমতা ৷ ব্যবসার নামে যেভাবে সেই অংশটিকে জতুগৃহ বানিয়ে তোলা হয়েছে ৷ তা জানার পরেই জার্মানিতে বসেই ক্ষোভ উগরে দেন তিনি ৷ মমতার নির্দেশেই বাগরি মার্কেট কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে পুলিশ ৷ বাজারের মালিকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করার পাশাপাশি গ্রেফতারির নির্দেশও দেওয়া হয়েছে ৷
advertisement
আরও পড়ুন: কেন আগুন লাগছে ? ২০ সেপ্টেম্বর নবান্নে বাগরি-বৈঠক
ঘটনার তদন্তে নেমে উঠে আসে রাধা বাগরির নাম ৷ বাগরি মার্কেটের অন্যতম মালিক রাধা বাগরি ৷ কিন্তু তার বাড়ি আপাতত তালাবন্ধ ৷ রবিবার সকালেই বাড়ি থেকে বেরিয়ে যান রাধা বাগরি ৷ রাধার সঙ্গেই বাড়ি ছাড়েন তাঁর ছেলে ও পুত্রবধূ ৷ রাধা বাগরির খোঁজ চালাচ্ছে পুলিশ ৷
আগামিকাল নবান্নে বাগরি নিয়েই বিশেষ বৈঠক হতে চলেছে ৷ সাধারণ ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সরকার ৷