শনিবার রাত থেকে এখনও জ্বলছে বাগরি মার্কেট। আগুন নেভাতে নাজেহাল দমকলকর্মীরা। আগুনের গ্রাসে কয়েক কোটি টাকার সামগ্রী। সবচেয়ে বেশি ক্ষতি A ও F ব্লকে। ২, ৩ তলায় এখনও জ্বলছে আগুন। ঘটনাস্থলে আছে দমকলের ৩০টি ইঞ্জিন।
শনিবার মাঝরাতে ফুটপাথে আগুন। সেই আগুনেই ভস্মীভূত বাগরি মার্কেট। ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করেও আগুন বাগে আনতে পারেনি দমকল। যত সময় গড়িয়েছে, ততই তা ভয়াবহ আকার নিয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুন প্রথমে লাগে মার্কেটের বাইরে, ফুটপাথে। সেই আগুনই ছড়িয়ে পড়ে।
advertisement
আরও পড়ুন
দামী পেট্রোলে দামী উপহার! পেট্রোল পাম্পে কেনাকাটায় এবার উপহার মিলছে বাইক-এসি-মোবাইল
বাগরি মার্কেটে মোট ৮টি ব্লক। কোনওটায় ঠাসা ওষুধ, কোনওটায় চামড়ার সামগ্রী। কোনওটায় পারফিউম-গয়না। নানা রকম দাহ্য পদার্থ থাকায় আগুন গিলে খেতে শুরু করে বাগরি মার্কেটকে। ভয়াবহ আগুনে বাগরি মার্কেটের বিভিন্ন জায়গায় ফাটল ধরে যায় ৷
বাগরি মার্কেটের তিন তলা, সেন্ট, ডিওডোরেন্ট, নেল পলিশের মতো নানা প্রসাধনী সামগ্রীতে ঠাসা। রবিবার সকালে এই তিন তলায় আগুন পৌঁছতেই তা ভয়াবহ আকার নেয়।