বাবুলের গোয়া যাওয়ার প্রসঙ্গে শুক্রবার সৌগত রায় বলেন, 'ত্রিপুরায় গিয়েছি, গোয়ায় যাচ্ছি। আরও অনেক রাজ্যে যাচ্ছি। ২০২৪ এর আগে আরও যাব। গোয়ায় আমি নিজেও যাচ্ছি। আমার সঙ্গে বাবুল সুপ্রিয়ও যাচ্ছেন।' আর সৌগত রায়ের এই ঘোষণার পরই বোঝা গেল, বাবুল সুপ্রিয়কে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের আগেই গোয়ায় বাবুলের সফর সেই ইঙ্গিতই দিচ্ছে।
advertisement
আরও পড়ুন: 'বিজেপি কাঁকড়ায় ভরা দল'! শুভেন্দুকে নাম না করে নৈতিকতার পাঠ! বাবুলের তোপ যেন শক্তিশেল!
প্রসঙ্গত, কেন্দ্রীয় মন্ত্রীপদ হারিয়ে বাবুল সুপ্রিয় ঘোষণা করে দিয়েছিলেন, আর রাজনীতি করবেন না তিনি। এমনকী এও বলেছিলেন, তাঁর নির্দিষ্টভাবে একটাই দল, একটা বিশ্বাসেই তাই তিনি বিশ্বাসী থাকতে চান। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) এই ঘোষণা অবশ্য বেশিদিন স্থায়ী হয়নি। BJP ছেড়ে সরাসরি তিনি যোগ দিয়েছিলেন তৃণমূলে। কিন্তু এর পর? এখনও ঘোষণা না হলেও তাঁকে বড় দায়িত্বই যে তৃণমূল দিতে চলেছে, তা স্পষ্ট, এমনকী বাবুল নিজেও বারবার তা বুঝিয়ে দিয়েছেন। বাবুলকে গোয়ায় পাঠানো সেই বড় দায়িত্বেরই সূত্রপাত বলে মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন: প্রবল বিড়ম্বনায় BJP, সুকান্ত-দিলীপ যাওয়ার আগেই কাটোয়ার পার্টি অফিসে যা ঘটল...
BJP ছাড়ার সঙ্গেসঙ্গেই বাবুল ঘোষণা করেছিলেন, তিনি ওই দলের সাংসদ পদ আঁকড়ে থাকবেন না। দীর্ঘ চেষ্টার পর লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে গত মঙ্গলবার সাংসদ পদ থেকে পদত্যাগপত্র জমা দেন তিনি। এবার বাবুলের গন্তব্য গোয়া।