রুষ্ট হয়ে স্পিকার বলেন, বিরোধীরা চিঠি ধরিয়ে দিয়ে চলে যাবেন। তারপর বলবেন আলোচনা চাই। এভাবে বিধানসভা চলতে পারে না। আমার টেবিলে এসে চিঠি দিয়ে গেলেই হয় না। স্পিকারের উষ্মা প্রকাশ বিরোধীদের আচরণে। তিনি বলেন, নিয়মাবলী ফলো করলে আমরা চিন্তাভাবনা করতে পারি।
এদিকে, বিধানসভা অধিবেশনে গান গেয়ে মাতালেন রাজ্যের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়। এদিন স্পিকারের অনুরোধে গান গাইলেন বাবুল। কতবার ভেবেছিনু গাইলেন বাবুল। যা শুনে সকলের মুগ্ধতা প্রকাশ করেন।
advertisement
আরও পড়ুন: সংসদে মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা ’ইন্ডিয়া’র! বঙ্গে ওয়াকআউট বিজেপির, তপ্ত বাদল অধিবেশন
এদিকে, বিধানসভায় দুটি আলাদা আলাদা মুলতুবি প্রস্তাব আনতে চলেছে বিজেপি। রাজ্যে মহিলাদের উপর নির্যাতন সংক্রান্ত একটি মুলতুবি প্রস্তাব নিয়ে আসবে তারা। পাশাপাশি পঞ্চায়েত ভোটের সন্ত্রাসের অভিযোগ তুলে মুলতুবি প্রস্তাব আনবে গেরুয়া শিবির।
মঙ্গলবারই বিধানসভার ভিতরে দীর্ঘক্ষণ বিধায়কদের সঙ্গে বৈঠক করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার ভিতরে কীভাবে প্রতিবাদ করা হবে তা নিয়েও আলোচনা হয়। বিরোধী দলনেতা বিধায়কদের জানিয়েছেন, পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস নিয়ে সমস্ত বিধায়ককে সরব হতে হবে। তবে প্রয়োজন না হলে ওয়াক আউট করা যাবে না। বিধানসভা থেকে বেরনোর পর শুভেন্দু অধিকারী জানান, “বিধানসভা যেমন চলবে প্রতিবাদও চলবে। তবে বিধানসভাকে অচল করে কোনও কিছুই করা হবে না।” কিন্তু বুধবার যা ঘটল, তাতে ক্ষুব্ধ হলেন খোদ স্পিকার।