প্রতিমা নিরঞ্জনকে কেন্দর করে এবছরও গঙ্গার ঘাটগুলিতে নিরাপত্তায় বাড়তি নজর রাজ্যের। ঘাটগুলিতে নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বাগবাজার, বাজে কদমতলা, গোয়ালিয়র ও নিমতলা ঘাটে মোতায়েন রয়েছে বিপর্যয় মোকাবিলা দল। সাতটি গুরুত্বপূর্ণ ঘাটে তৈরি হয়েছে নজর মিনার (ওয়াচ টাওয়ার), যেখান থেকে চলবে টানা নজরদারি।
advertisement
প্রতিটি ঘাটে এক একটি পুলিশ দল মোতায়েন থাকবে, নেতৃত্ব দেবেন ডিসি, এসি এবং ইনস্পেক্টর পদমর্যাদার আধিকারিকেরা।মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‘পুরসভা সব রকম প্রস্তুতি নিয়েছে। বিপর্যয় মোকাবিলা দলও প্রস্তুত রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ হলেও যাতে প্রতিমা বিসর্জনে অসুবিধা না হয়, সে বিষয়ে আমাদের বিশেষ নজর আছে।’’ দশমীর সন্ধ্যায় কলকাতা পুর কমিশনার ধবল জৈনকে সঙ্গে নিয়ে মেয়র ফিরহাদ হাকিম বাজেকদমতলা ঘাট পরিদর্শন করেন। দুর্যোগের আশঙ্কা মাথায় রেখে নবমীর দুপুরেই পুর কমিশনার ধবল জৈনের নেতৃত্বে জরুরি বৈঠকও হয়। সিদ্ধান্ত নেওয়া হয়, প্রতিটি গুরুত্বপূর্ণ ঘাটে এক জন করে এগ্জ়িকিউটিভ ইঞ্জিনিয়ার দায়িত্বে থাকবেন। বিসর্জনের সময় সার্বিক তদারকি করবেন তাঁরা।