যাত্রী ও পরিবেশ কর্মীদের মনে একটা বড় প্রশ্ন, আদৌ বাস সরবে তো বাবুঘাট থেকে?
সরকারের নির্দেশ সত্ত্বেও বাবুঘাট বাসস্ট্যান্ড থেকে বাস সরাতে রাজি নয় বাস মালিকরা। বাসস্ট্যান্ড সরানো নিয়ে শুরু তরজা। চলতি মাসের ১১ তারিখ ১৮ রুটের বাস বাবুঘাট থেকে সাঁতরাগাছিতে সরানোর নির্দেশ দেয় পরিবহণ দফতর। বাবুঘাট থেকে সাঁতরাগাছি পর্যন্ত অতিরিক্ত ১২ কিমি বাস চললে খরচ বাড়বে। জ্বালানির দাম ও টোলের টাকা নিয়েও উঠছে প্রশ্ন। সাঁতরাগাছিতে বাস সরাতে গেলে বদলাতে হবে রুট পারমিটও। বাসস্ট্যান্ড সরালে বাস না চালানোর হুমকি বাসকর্মীদের।
advertisement
আরও পড়ুন: বৃষ্টি কবে হবে? আবহাওয়ার আমূল বদলের পূর্বাভাস হাওয়া অফিসের! কী হতে চলেছে?
আদালতের নির্দেশ মেনেই সিদ্ধান্ত, দাবি পরিবহণ দফতরের।সাঁতরাগাছিতে অনেক দিন ধরেই বাস টার্মিনাস তৈরি হয়ে পড়ে রয়েছে৷ পরিবেশ সংক্রান্ত একাধিক মামলায় বাবুঘাট থেকে বাস স্ট্যান্ড সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত৷ ময়দান, ভিক্টোরিয়া মেমোরিয়ালে দূষণের জন্যও বাবুঘাটের এই বাস স্ট্যান্ডকেই দায়ী করা হয়৷ বাস স্ট্যান্ড থাকায় বাবুঘাট চত্বর নোংরাও হচ্ছে বলে দীর্ঘদিনের অভিযোগ৷
এই মুহূর্তে বাবুঘাট থেকে মূলত দূরপাল্লার বাস ছাড়ে৷ এ ছাড়াও কিছু কলকাতার সঙ্গে শহরতলিতে যাতায়াতকারী কিছু বেসরকারি বাসও বাবুঘাট থেকে ছাড়ে৷ পরিবহণ দফতরের নির্দেশ অনুযায়ী, ১৪ দিনের মধ্যে এই সব বাসকেই সাঁতরাগাছিতে সরে যেতে হবে৷ জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, বেঙ্গল বাস সিন্ডিকেট, বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের মতো একাধিক সংগঠনকে পরিবহণ দফতরের তরফে নির্দেশিকা পাঠানো হয়েছে৷ অতীতেও বাস স্ট্যান্ড সরানোর তোড়জোড় হলেও শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি৷ পরিবহণ দফতরের এ বারের নির্দেশের পর শেষ পর্যন্ত তা কার্যকর হয় কি না, সেটাই দেখার৷
ABIR GHOSHAL