সংগঠন সূত্রে খবর, দুই দলের প্রায় ১০০ নেতার সম্পত্তির বাড়বাড়ন্তের তথ্য তুলে কলকাতায় একটি প্রদর্শনী করা হবে। সেখানেই এই দুই দলের নেতাদের সম্পত্তি গত কয়েক বছরে কত বৃদ্ধি পেয়েছে সেই হিসেব তুলে ধরা হবে। যার পোশাকি নাম দেওয়া হয়েছে 'পর্দা ফাঁস'। নির্বাচন কমিশনের দেওয়া তথ্যই এখানে প্রকাশ করা হবে।
আরও পড়ুনঃ সিভিক ভলেন্টিয়ারকে মারধরের অভিযোগ, বর্ধমানে গ্রেফতার গুণধর ২ ভাই
advertisement
সংগঠনের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তৃণমূলের পাশাপাশি বিজেপির নেতাদেরও সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। এখানে শুধুমাত্র তৃণমূল নেতাদের টাকার পাহাড় মানুষ দেখতে পাচ্ছেন। হয়তো যতটা দেখা গিয়েছে সেটা হিমশৈলের চূড়া মাত্র। আর এটাকে দেখিয়ে বিজেপির নেতারা বড় বড় কথা বলছেন। রাজনীতি করছেন। কিন্তু বিজেপি নেতাদের যে কত সম্পত্তি বেড়েছে সেই হিসেব কে রাখছে?
আরও পড়ুনঃ তাঁকে নিয়ে তোলপাড় রাজ্য! বিতর্ক চিঠি নিয়ে গোপন জবানবন্দি দিলেন বাপ্পা চট্টোপাধ্যায়
জানা গিয়েছে, ভোটে দাঁড়াতে গেলে নির্বাচন কমিশনকে সম্পত্তির হিসেব দিতে হয়। কয়েক বছর আগে কমিশনকে দেওয়া তথ্যের সাথে পরে দেওয়া সম্পত্তির হিসেব মেলালেই বোঝা যাবে কার কতো সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষ যারা এই জনপ্রতিনিধিদের নির্বাচন করেছে তাঁদের জানার অধিকার রয়েছে। যে তাঁদের ভোটে জেতা জনপ্রতিনিধিরা কত সম্পত্তি বাড়িয়েছেন। সেটা জানানোর জন্যই আমরা একটা প্রদর্শনী করতে চাই যেখানে তৃণমূল, বিজেপি উভয় দলের মোট ১০০ নেতার সম্পত্তির হিসেব আমরা তুলে ধরবো। আর নির্বাচন কমিশনের হিসেব নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। কারণ সেই তথ্য ওই নেতারাই দিয়েছে। এবার জনগণের কাছে নেতারা উত্তর দেবে যে তাঁরা কিভাবে ওই সম্পত্তি বৃদ্ধি করেছেন।"
রাজ্যের শাসক দলের নেতাদের সম্পত্তির হিসেব সাধারণ মানুষের সামনে তুলে ধরার কৌশল নিয়েছে সিপিএম। পাহারায় পাবলিক কর্মসূচির মাধ্যমে ইতিমধ্যেই সেই সম্পত্তি বৃদ্ধির হিসেব সোশ্যাল মিডিয়ার পাশাপাশি সাধারণ প্রচারে তুলে ধরছে দল। কেনও শুধু রাজ্যের শাসকদল তা নিয়ে প্রশ্নও উঠেছিলো কোনও কোনও মহল থেকে। এ বার রাজ্যের শাসকদল তৃণমূলের নেতাদের পাশাপাশি কেন্দ্রের শাসকদল বিজেপি নেতাদের সম্পত্তির হিসেবের পর্দা ফাঁস করে সেই বৃত্তই পূরণ করতে চায় 'আহিম'। এমনটাই মনে করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ।
UJJAL ROY