TRENDING:

Ayan Shil Girl Friend Sweta Chakrabarty: অয়ন শীলের বান্ধবী শ্বেতার অ্যাকাউন্টে চার কোটি টাকা! হঠাৎ বিস্ফোরক তথ্য হাতে এল তদন্তকারীদের

Last Updated:

Ayan Shil Girl Friend Sweta Chakrabarty: নিয়োগ দুর্নীতি মামলায় এ বার অয়ন শীলের বান্ধবী  শ্বেতা চক্রবর্তীর ব্যাঙ্ক অ্যকাউন্টে চার কোটির লেনদেন তথ্য ইডির হাতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শ্বেতার ব্যাঙ্ক  অ্যাকাউন্টে চার কোটি টাকা! লেনদেন নিয়ে ইডি জিজ্ঞাসাবাদ করতেই শ্বেতা চক্রবর্তী সম্পূর্ণ দায় চাপালেন বন্ধু অয়ন শীলের উপর! বলেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট তাঁর নামে থাকলেও এই অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করতেন অয়ন শীল। চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে।
সিজিও কমপ্লেক্সের ছবি
সিজিও কমপ্লেক্সের ছবি
advertisement

নিয়োগ দুর্নীতি মামলায় এ বার অয়ন শীলের বান্ধবী  শ্বেতা চক্রবর্তীর ব্যাঙ্ক অ্যকাউন্টে চার কোটির লেনদেন তথ্য ইডির হাতে। তবে এই অ্যাকাউন্ট নিয়ন্ত্রণয়ের দায় শ্বেতা চাপালেন বন্ধু অয়ন শীলের উপর। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীলের বান্ধবী  শ্বেতা চক্রবর্তীর অ্যাকাউন্টে চার কোটির টাকা লেনদেন হয়েছে বলে দাবি ইডির । শ্বেতাকে সম্প্রতি তলব করে ইডি।

advertisement

আরও  পড়ুন- উধাও রোদ, শহরজুড়ে মেঘলা আকাশ! কখন নামবে বৃষ্টি, জানুন আবহাওয়ার আপডেট

আরও পড়ুন-  ভুল করেও তুলসির কাছে এই গাছ লাগাবেন না, বড় বিপদ নেমে আসবে, সতর্ক থাকুন

ইডি সূত্রে খবর, এই বিপুল লেনদেন সম্পর্কে ইডি অধিকারিকরা জানতে চান তাঁর কাছে। ইডি সূত্রে খবর, শ্বেতা সব দায় চাপিয়েছেন অয়ন শীলের উপরেই। শ্বেতা তার নামে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টের কথা মেনে নিলেও জানিয়েছেন ওই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ছিল অয়নের কাছেই, শ্বেতাকে জিজ্ঞাসাবাদে ইডির কাছে উঠে আসে এই চাঞ্চল্যকর তথ্য ।

advertisement

ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা আছে,? সেই টাকার উৎস কী?  সেই বিষয়ে সব জানতেন অয়ন। শ্বেতা এই বিষয়ে জানতেন না বলে দাবি ইডির। ইডির দাবি, নিয়োগ দুর্নীতির টাকাই অয়ন শীলের পরিবার-পরিজনদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট মারফত হাত বদল করেছিল। একই ভাবে বান্ধবীর ব্যাঙ্ক অ্যাকাউন্টেের এর মাধ্যমেও দুর্নীতি টাকা ঘুরিয়েছিল অয়ন, ইডির গোয়েন্দাদের দাবি।

advertisement

শ্বেতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন হওয়া টাকাও দুর্নীতির বলেই দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। তবে ইডির কাছে শ্বেতা যাই দাবি করুক না কেন, শ্বেতাকে গাড়ি  বা ফ্ল্যাটের বিষয়ে তদন্তয় সন্দেহের বাইরে রাখছেন না গোয়েন্দারা । প্রশ্ন উঠছে শ্বেতার অ্যাকাউন্টে টাকার লেনদেন নিয়ে কিছুই কি জানতেন না তিনি? এদিকে কোটি কোটি টাকা কেন একাউন্টয়ে? ইডির গোয়েন্দারা জানতে চায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

ARPITA HAZRA

বাংলা খবর/ খবর/কলকাতা/
Ayan Shil Girl Friend Sweta Chakrabarty: অয়ন শীলের বান্ধবী শ্বেতার অ্যাকাউন্টে চার কোটি টাকা! হঠাৎ বিস্ফোরক তথ্য হাতে এল তদন্তকারীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল