TRENDING:

বাগুইআটি-উল্টোডাঙা রুটে অটো বন্ধ, বিপাকে নিত্যযাত্রীরা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বৈধ পারমিট ছাড়া অটো চলাচলের প্রতিবাদে বাগুইআটি-উল্টোডাঙা রুটে অটো চলাচল বন্ধ রাখল অটো চালকদেরই একাংশ। চার দিন ধরে বন্ধ অটো চলাচল। এর ফলে বিপাকে পড়েন নিত্যযাত্রীরা।
advertisement

রুটে 'বেআইনি' অটো চলছে রমরমিয়ে। রুটে ৫০০-এর বেশি 'বেআইনি' অটো। লাগামছাড়া ভাড়া নিচ্ছেন চালকদের একাংশ। অটো চালকদের অভিযোগ, উল্টোডাঙা-বাগুইআটি রুটে চলছে অনেক বেআইনি অটো, ফলে বৈধ অটো চালকদের রোজগারেও টান পড়েছে।

অভিযোগ পেয়েও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। অভিযোগ অটোচালকদের একাংশের। শাসকদলের কয়েকজন নেতার বিরুদ্ধেও মদতের অভিযোগ।

৪২২টি অটো বন্ধ রেখে প্রতিবাদে চালকরা।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
বাগুইআটি-উল্টোডাঙা রুটে অটো বন্ধ, বিপাকে নিত্যযাত্রীরা