TRENDING:

#ISL2016: আজ দিল্লি বনাম পুণে ম্যাচই ঠিক করে দিতে পারে মলিনার ভাগ্য

Last Updated:

জ্যামব্রোতা বনাম হাবাস ম্যাচেই ঠিক হয়ে যাবে মলিনার সেমিফাইনালে ওঠার ভাগ্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অ্যাটলেটিকো দি কলকাতা তাকিয়ে আজ দিল্লির দিকে। কারণ, জ্যামব্রোতা বনাম হাবাস ম্যাচেই ঠিক হয়ে যাবে মলিনার সেমিফাইনালে ওঠার ভাগ্য। যদিও এটিকে কর্তাদের দাবি, তৃতীয় ইন্ডিয়ান সুপার লিগেও সেমিফাইনাল খেলবে কলকাতা।
advertisement

একটা গোলকিপার ছাড়া বাকি দলটা সুতোয় ঝুলছে। বৃহস্পতিবারের রবীন্দ্র সরোবর তা টের পেয়েছে। ম্যাচ শেষে মাথা নীচু করে কোচ হোসে মলিনা স্বীকার করেছেন, এখন অনেক ফাঁক রয়েছে। তবুও অ্যাটলেটিকো কলকাতার কর্তারা আশাবাদী, এবারও সেমিফাইনাল খেলবেন তাঁরা। রদবদলের ইঙ্গিত আগেই দিয়েছেন। বাকি চারটি ম্যাচে হিউম-পস্তিগাদের উপর আস্থা রেখে কোনওক্রমে শেষ চারে জায়গা পাকা করতে চান কলকাতার কর্তারা।

advertisement

পাঁচ মিনিটে গোল খেয়ে ৮৯ মিনিট পর্যন্ত লড়াই। তাই ম্যাচ শেষে হাফ ছেড়েছেন হিউম-পস্তিগারা। পরের ম্যাচের জন্য দম ধরে রাখতে চাইছেন তাঁরা।

দশ ম্যাচে আপাতত ১৪ পয়েন্ট। দিল্লি বনাম পুণে ম্যাচের আগেও চার নম্বরে মলিনার কলকাতা। আগামী ২০ নভেম্বর অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষ চেন্নাই।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Photo Courtesy : ISL

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
#ISL2016: আজ দিল্লি বনাম পুণে ম্যাচই ঠিক করে দিতে পারে মলিনার ভাগ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল