TRENDING:

KMC Elections 2021: ভোটারদের মুখও চেনা, খাসতালুকে দলীয় প্রার্থীকে নিয়ে প্রচার সারলেন অতীন

Last Updated:

কোলকাতা পুরসভার ১৪৪ ওয়ার্ড। পুরসভার ওয়ার্ড শুরু কাশীপুরের ১ নং ওয়ার্ড দিয়ে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কলকাতা পুরসভার ১ নম্বর ওয়ার্ড। পুরনো কলকাতার নস্টালজিয়া মোড়া কাশীপুর রোড, কিছুটা বি টি রোড আর গঙ্গা ঘেঁষা পাড়। ওয়ার্ডের লড়াই এবার জমজমাট (KMC Elections 2021)।
প্রচারে অতীন ঘোষ৷
প্রচারে অতীন ঘোষ৷
advertisement

তৃণমূল কংগ্রেস,  বিজেপি, বাম- সকলেই ময়দানে নেমছে।এলাকার বিধায়ক অতীন ঘোষ। দীর্ঘদিনের পোড়খাওয়া রাজনীতিক। কলকাতার নাগরিক পরিষেবা প্রদানে ডেপুটি মেয়রের ভূমিকা সামলেছেন। পুরসভার স্বাস্থ্য বিভাগের গুরুদায়িত্বও সামলেছেন। পুরভোটে এবারে তিনি নিজেও প্রার্থী৷

আরও পড়ুন: পুরভোটের নিরাপত্তায় কলকাতা পুলিশেই আস্থা, থাকবে না সিভিক ভলেন্টিয়ার

শনিবার বিকেলে এক নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী কার্তিক মান্নাকে নিয়ে বর্ণময় প্রচার সারলেন অতীন ঘো৷ষ। বৃষ্টিস্নাত বিকেলেই কার্যত রাত নেমেছিল। তৃণমূল কংগ্রেস প্রার্থী কার্তিক মান্নাকে নিয়ে তার মধ্যেই  জনসংযোগ সারলেন অতীনবাবু।

advertisement

হুডখোলা জিপে তৃণমূল কংগ্রেস প্রার্থীর সঙ্গে সীতা জয়সওয়ারা। এবারের বিদায়ী কাউন্সিলর তিনি৷ এলাকার ভূগোল হাতে তালুতে অতীনের।

মুখ চেনা সহ নাগরিক সামনে আসতেই ঘাঁড় নামিয়ে ভোট প্রার্থনা।

কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ড। পুরসভার ওয়ার্ড শুরু কাশীপুরের ১ নম্বর ওয়ার্ড দিয়ে। পুর পরিষেবার হিসেবে জল, বিদ্যুৎ দাবি এখানেও রয়েছে। তবে এখানে পরিষেবা না পাওয়ার নয়, আরও উন্নত করার চ্যালেঞ্জ শাসকের সামনে।

advertisement

তবে কাশীপুর মাঝেমধ্যেই শিরোনামে এসেছে বেআইনি নির্মানের অভিযোগ ঘিরে। কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ, তদন্তের নির্দেশ আর বেআইনি নির্মাণ ভাঙা। এই বিষয়গুলিকে হাতিয়ার করছে বিরোধীরা। টালা ব্রিজ নতুন করে নির্মাণের কাজ শুরু হওয়ায় কাশীপুরের যানযট মাত্রা ছাড়িয়েছে। জলজমার সমস্যাও রয়েছে কয়েকটি পকেটে।

আরও পড়ুন: মনোনয়ন প্রত্যাহার দুই প্রার্থীর, কলকাতার দুই ওয়ার্ডে লড়তেই পারবে না বিজেপি!

advertisement

পুরনো কলকাতার অনেক বড়বড় গো ডাউনের একটা অংশ এই চত্বরকে ঘিরেই আবর্তিত। সেখানে কাজ করেন অনেক মানুষ। তাঁদের একটা বড় অংশে এক নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা।

দক্ষিণ কলকাতার মতো সাজানো গুছনো চেহারা নেই এক নম্বর ওয়ার্ডে। ইতিহাস ও ভৌগোলিক অবস্থান ঝাঁ চকচকে লুকের ক্ষেত্রে কিছুটা বাধা।

সেরা ভিডিও

আরও দেখুন
জেলার বুকে একটুকরো পার্ক স্ট্রিট! বড়দিন থেকে বর্ষবরণ উৎসবের বিরাট আয়োজন, দেখুন
আরও দেখুন

অতীন ঘোষ জানাচ্ছেন, 'সমগ্র কলকাতার উন্নয়ন নিয়েই ভেবে এসেছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় ভাবনায় গোটা কলকাতাকে সুন্দর করে সাজানো হয়েছে, আরও হবে। আগে যে চেহারা ছিল উত্তর কলকাতার,  তা অনেক বদলে গিয়েছে। আমরা আরও সুন্দর করে গড়ে তুলব এলাকাকে।'

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
KMC Elections 2021: ভোটারদের মুখও চেনা, খাসতালুকে দলীয় প্রার্থীকে নিয়ে প্রচার সারলেন অতীন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল