জেলার পাঠানো সেই সর্বসম্মত তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘চূড়ান্ত অনুমোদন’ নিয়েই তালিকা প্রকাশ করবে দলের রাজ্য কমিটি । শুক্রবার রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ন জেলা উত্তর চব্বিশ পরগনার জেলা নেতৃত্ব ও সমস্ত দলীয় বিধায়করা বসেন সল্টলেকের দিশারী সভাঘরে। ওই বৈঠকে বিধায়কেরা ব্লক সভাপতির তালিকা পেশ করেন। অনেকে পুরোন ব্লক প্রেসিডেন্টদের ওপরই ভরসা রেখেছেন। নতুন নাম পেশ করেননি। আমফন দুর্নীতিতে সবচেয়ে বেশি নাম জড়ায় ব্লক ও পঞ্চায়েত স্তরের স্থানীয় নেতাদের । তাই এবার ব্লক সভাপতি মনোনয়নের আগে সতর্ক শাসক দল । এমনিতেই জেলা সভাপতি কো অর্ডিনেটররা মিলিত ভাবে ব্লক ও জেলা কমিটি বানাচ্ছেন। এবার এ বিষয়ে বিধায়কদেরও পরামর্শ চাওয়া হল। দলের এক নেতার কথায়, ‘সর্বসম্মতি’–র ওপরই এবার সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। ব্লক সভাপতিদের তালিকাও এর ব্যতিক্রম নয় । প্রাথমিক ভাবে খবর, যেসব জেলার বিভিন্ন ব্লকে আমফান ও করোনা ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগ এসেছে । সেই সব ব্লকগুলিতে ব্লক সভাপতিদের সরানোর সম্ভাবনা রয়েছে। তবে একথা ঠিক , তৃণমূলের ইতিহাসে এই প্রথম ব্লক সভাপতি মনোনয়ন নিয়ে শীর্ষ নেতৃত্ব থেকে জেলা, তৎপরতা তুঙ্গে।
advertisement
SOURAV GUHA