এবার আর শুধুমাত্র কথার কথা নয়, একেবারে খাতায়-কলমে কোন জায়গায় কী পরিস্থিতি আছে, মানুষের মন কোন দিকে ঝুঁকে এবং কীভাবে তা নিজেদের অনুকূলে নিয়ে আসা যায়, তার জন্য প্রস্তুতি শুরু করে দিল বঙ্গ বিজেপি। কলকাতা এবং তার সংলগ্ন মোট সাতটি জোনকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসল তারা।
advertisement
শুক্রবার বঙ্গ বিজেপির দফতরে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। যদিও বিজেপি রাজ্য এবং জেলা নেতৃত্ব এটিকে সংগঠনিক নিত্য নৈমিত্তিক বৈঠক ব্যতীত অন্য কোনও বৈঠক বলতে নারাজ। বিজেপির সল্টলেক দফতরে হওয়া সেই বৈঠকে যোগ দিতে দলীয় কার্যালয়ে হাজির হন কেন্দ্রীয় বিজেপির পর্যবেক্ষক তথা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব।
মূলত, কলকাতা এবং তার সংলগ্ন চারটি সাংগঠনিক জেলার কর্মী সমর্থক ও পদাধিকারদের নিয়ে এই বৈঠক হয়। যেখানে বিজেপির রাজ্যস্তরের সংগঠনিক সাধারণ সম্পাদক সহ অন্যান্য রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্ব ভূপেন্দ্র যাদব উপস্থিত ছিলেন। আর এই খবর সামনে আসার পরেই একাংশ মনে করছেন যে, বিজেপির এখন টার্গেট কলকাতা এবং তার সংলগ্ন এলাকায় ভাল ফল করা। তাই ক্ষমতা দখলের বৃত্ত সম্পূর্ণ করতে বঙ্গ বিজেপির এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: ‘দেখবি আর জ্বলবি…,’ হাইকোর্টের রায়ে বেজায় খুশি শুভেন্দু! উলটপুরাণ হঠাৎ কেন? কী কারণ?
ইতিমধ্যেই উত্তরবঙ্গে বিজেপি যে যথেষ্ট স্বস্তিতে রয়েছে এবং আগামী নির্বাচনে যে সেখানে তারা ভাল ফলাফল করবে বলে নিশ্চিতরূপে আশাবাদী বিজেপি নেতা এবং কর্মীরা। তবে দক্ষিণবঙ্গে তাদের ফলাফল কী হবে, তা নিয়ে কিছুটা দোলাচল রয়েছে।
