আরও পড়ুন– রাশিফল ৮ ফেব্রুয়ারি; দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী নিউজ18 বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘‘তৃণমূল নেতা মন্ত্রীদের কথা শুনলে মনে হয় সভ্যতার শুরু হয়েছিল মা মাটি মানুষের সরকারের হাত ধরেই। এ যাবৎ যা উন্নয়ন হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই। সংবিধানে তিনটি লিস্ট আছে। এক নম্বর, দু নম্বর এবং তিন নম্বর। এক নম্বরে কেন্দ্রের করার কথা, দু’নম্বরে রাজ্য সরকার করবে, আর তিন নম্বরে যৌথভাবে অর্থাৎ রাজ্য কেন্দ্র উভয় মিলে উন্নয়ন করবে। কিন্তু বিধানসভার অধিবেশনে মন্ত্রী পুলক রায় বললেন যে, ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজে তারা ৭৫% টাকা খরচ করছে। বাকি ২৫% দিচ্ছে কেন্দ্র। মন্ত্রী হয়তো জানেন না যে ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার কর্তব্য রাজ্য সরকারের। ওনারা খেলা মেলা করছেন। কিন্তু পানীয় জল দেওয়ার সময় বলছেন কেন্দ্র টাকা দিচ্ছে না। আসল বিষয়টা হল ওনারা ঘরে ঘরে পানীয় জল সরবরাহ করতে পারছেন না। আর দোষ দিচ্ছে কেন্দ্রকে। কথায় বলে না, যত দোষ নন্দ ঘোষের।’’
advertisement
প্রসঙ্গত, বুধবার বিধানসভার অধিবেশনে মন্ত্রী পুলক রায় বলেন, কেন্দ্রের থেকে জল প্রকল্পের টাকা ঠিক মতো আসছে না। কেন্দ্র ও রাজ্যের ৫০% করে টাকা দেওয়ার কথা। কিন্তু কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে ৭৫ শতাংশ টাকাই দিতে হচ্ছে রাজ্যকে। কাজ শেষের পর রক্ষণাবেক্ষণের জন্যেও রাজ্যের বিপুল খরচ হচ্ছে। কেন্দ্র ঠিক মতো টাকা না দেওয়ায় রাজ্যের উপর চাপ বাড়ছে। তখন বিজেপি বিধায়করা পাল্টা এটা কেন্দ্রের প্রকল্প। এর নাম জলজীবন জলমিশন। রাজ্য একে নিজের প্রকল্প বলে চালাতে চাইছে বলে অভিযোগে সরব হন। পাল্টা মন্ত্রী পুলক রায়ের জবাব, ‘‘জল নিয়ে রাজনীতি চাই না। নাম নিয়েও রাজনীতি করছি না। রাজ্য সরকারের প্রধান লক্ষ্য যাতে ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়া যায়। এটা মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প।’’ তখন মন্ত্রীকে উদ্দেশ্য করে বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীকে একপ্রকার টিপ্পনীর সুরে বলতে শোনা গেল, ‘‘স্বপ্নের প্রকল্প হলে ৭৫% কেন, ১০০% টাকাই তো রাজ্যের দেওয়া উচিত।’’ যদিও এরপর অবশ্য মন্ত্রী পুলক রায় আর কোনও জবাব দেননি।