TRENDING:

Ashok Kumar Lahiri: ‘জলঘোলা’ বিধানসভা! স্বপ্নের প্রকল্প বলতেই মন্ত্রীকে সংবিধান স্মরণ করিয়ে খোঁচা অশোক লাহিড়ীর

Last Updated:

বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীর কথায়, ‘‘তৃণমূলের নেতা মন্ত্রীদের কথা শুনলে মনে হয় সভ্যতার শুরু হয়েছিল মা মাটি মানুষের হাত ধরেই। ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার প্রকল্প যদি স্বপ্নের হয় তাহলে ৭৫% কেন, ১০০% টাকাই তো রাজ্য সরকারের দেওয়া উচিত।’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: বুধবার বিধানসভার অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায় বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হন। আর এ ব্যাপারে পাল্টা রাজ্যের মন্ত্রীকে সংবিধানে কি রয়েছে তা স্মরণ করিয়ে বিজেপির বিধায়ক তথা প্রখ্যাত অর্থনীতিবিদ অশোক লাহিড়ী খোঁচা দিলেন পুলক রায়কে।
স্বপ্নের প্রকল্প বলতেই মন্ত্রীকে সংবিধান স্মরণ করিয়ে খোঁচা অশোক লাহিড়ীর
স্বপ্নের প্রকল্প বলতেই মন্ত্রীকে সংবিধান স্মরণ করিয়ে খোঁচা অশোক লাহিড়ীর
advertisement

আরও পড়ুন– রাশিফল ৮ ফেব্রুয়ারি; দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ

বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী নিউজ18 বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘‘তৃণমূল নেতা মন্ত্রীদের কথা শুনলে মনে হয় সভ্যতার শুরু হয়েছিল মা মাটি মানুষের সরকারের হাত ধরেই। এ যাবৎ যা উন্নয়ন হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই। সংবিধানে তিনটি লিস্ট আছে। এক নম্বর, দু নম্বর এবং তিন নম্বর। এক নম্বরে কেন্দ্রের করার কথা, দু’নম্বরে রাজ্য সরকার করবে, আর তিন নম্বরে যৌথভাবে অর্থাৎ রাজ্য কেন্দ্র উভয় মিলে উন্নয়ন করবে। কিন্তু বিধানসভার অধিবেশনে মন্ত্রী পুলক রায় বললেন যে, ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজে তারা ৭৫% টাকা খরচ করছে। বাকি ২৫% দিচ্ছে কেন্দ্র। মন্ত্রী হয়তো জানেন না যে ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার কর্তব্য রাজ্য সরকারের। ওনারা খেলা মেলা করছেন। কিন্তু পানীয় জল দেওয়ার সময় বলছেন কেন্দ্র টাকা দিচ্ছে না। আসল বিষয়টা হল ওনারা ঘরে ঘরে পানীয় জল সরবরাহ করতে পারছেন না। আর দোষ দিচ্ছে কেন্দ্রকে। কথায় বলে না, যত দোষ নন্দ ঘোষের।’’

advertisement

আরও পড়ুন- বিধানসভায় রাজ্য বাজেট; ‘আশা করব ভাল বাজেট হবে…’ না হলে কী পরিকল্পনা? হুঁশিয়ারির সুরে স্পষ্ট করলেন শুভেন্দু অধিকারী 

পুলক রায়

সেরা ভিডিও

আরও দেখুন
অশান্ত বাংলাদেশ! ভোল বদলে গেল মুর্শিদাবাদের ভারত-বাংলাদেশ সীমান্তের চেহেরা
আরও দেখুন

প্রসঙ্গত, বুধবার বিধানসভার অধিবেশনে মন্ত্রী পুলক রায় বলেন, কেন্দ্রের থেকে জল প্রকল্পের টাকা ঠিক মতো আসছে না। কেন্দ্র ও রাজ্যের ৫০% করে টাকা দেওয়ার কথা। কিন্তু কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে ৭৫ শতাংশ টাকাই দিতে হচ্ছে রাজ্যকে। কাজ শেষের পর রক্ষণাবেক্ষণের জন্যেও রাজ্যের বিপুল খরচ হচ্ছে। কেন্দ্র ঠিক মতো টাকা না দেওয়ায় রাজ্যের উপর চাপ বাড়ছে। তখন বিজেপি বিধায়করা পাল্টা এটা কেন্দ্রের প্রকল্প। এর নাম জলজীবন জলমিশন। রাজ্য একে নিজের প্রকল্প বলে চালাতে চাইছে বলে অভিযোগে সরব হন। পাল্টা মন্ত্রী পুলক রায়ের জবাব, ‘‘জল নিয়ে রাজনীতি চাই না। নাম নিয়েও রাজনীতি করছি না। রাজ্য সরকারের প্রধান লক্ষ্য যাতে ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়া যায়। এটা মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প।’’ তখন মন্ত্রীকে উদ্দেশ্য করে বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীকে একপ্রকার টিপ্পনীর সুরে বলতে শোনা গেল, ‘‘স্বপ্নের প্রকল্প হলে ৭৫% কেন, ১০০% টাকাই তো রাজ্যের দেওয়া উচিত।’’ যদিও এরপর অবশ্য মন্ত্রী পুলক রায় আর কোনও জবাব দেননি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Ashok Kumar Lahiri: ‘জলঘোলা’ বিধানসভা! স্বপ্নের প্রকল্প বলতেই মন্ত্রীকে সংবিধান স্মরণ করিয়ে খোঁচা অশোক লাহিড়ীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল