TRENDING:

Ashok Bhattyacharya || Theft: দার্জিলিং মেলে নিশ্চিন্তে ঘুম... সকালে ঘুম ভাঙতেই চক্ষুচড়কগাছ! যা দেখলেন অশোক ভট্টাচার্য

Last Updated:

Ashok Bhattyacharya: দলীয় কাজে কলকাতায় আসার জন্য শুক্রবার দার্জিলিং মেলের এসি টু কামরায় ওঠেন প্রাক্তন মন্ত্রী ও শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। দীর্ঘদিনের পরিচিত এই রুটে ট্রেনে নিশ্চিন্তেই ঘুমিয়ে ছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : দলীয় কাজে কলকাতায় আসার জন্য শুক্রবার দার্জিলিং মেলের এসি টু কামরায় ওঠেন প্রাক্তন মন্ত্রী ও শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। দীর্ঘদিনের পরিচিত এই রুটে ট্রেনে নিশ্চিন্তেই ঘুমিয়ে ছিলেন। কিন্তু ভোরবেলায় তিনি আবিস্কার করেন, আগের রাতে যেখানে ব্যাগটি রেখেছিলেন সেখানে আর সেটা নেই। এটা দেখেই কার্যত ঘুম উড়ে যায় পোড় খাওয়া এই সিপিএম নেতার। এদিক ওদিক খোজাখুঁজিও করেন। কিন্তু কোনও লাভ হয়নি। পরে শিয়ালদহে পৌঁছে জিআরপির কাছে অভিযোগ দায়ের করেন তিনি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য
শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য
advertisement

তাহলে কি চোরের খপ্পড়ে পড়েছিলেন শিলিগুড়ির প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য? শিলিগুড়ি থেকে কলকাতা আসার পথে যে ব্যাগ হারালেন সেই ব্যাগে থাকা পার্সে ছিল দলের সদস্য পদের টাকা। নিজের টাকাও ছিল। একই সঙ্গে ওই ব্যাগে ছিল তাঁর অ্যান্ড্রয়েড মোবাইল, তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তিনটি এটিএম কার্ড। শনিবার সকালে শিয়ালদহে নামার পরে শিয়ালদহ জিআরপিতে অভিযোগ জানানোর পর একই সঙ্গে রেলের সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

advertisement

আরও পড়ুন: সিঁদুর,টোপর, রজনীগন্ধা...! কলকাতার মন্দিরে 'গোপনে' সাত পাকে বাঁধা পড়লেন YouTuber মনোজ দে! কনেটি কে?

আরও পড়ুন: 'শতাব্দী', 'দুরন্ত', 'রাজধানী'...! ভারতীয় রেলে ট্রেনের এমন সব নামকরণ কীভাবে হয়েছে জানেন? অধিকাংশই জানেন না আসল কারণ...

দলীয় কাজে কলকাতায় আসছিলেন অশোক ভট্টাচার্য। শুক্রবার রাত আটটা নাগাদ নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং মেলে ওঠেন তিনি। নন এসি স্লিপার কম্পার্টমেন্টে রাতে ঘুমিয়ে পড়েন। ভোর পাঁচটা নাগাদ ট্রেন ডানকুনি ঢোকার আগে ঘুম ভাঙ্গে তাঁর। ঘুম থেকে উঠতেই মাথায় হাত। মাথার কাছে রাখা ব্যাগ আর দেখতে পাননি তিনি।

advertisement

সহযাত্রীদের কাছে বারবার ব্যাগের বিষয়ে খোঁজ করেন। কিন্তু, দুর্ভাগ্যের বিষয় কেউ কিচ্ছুটি বলতে পারেননি। পরে অনুরোধ করে সহযাত্রীদের মোবাইল নিয়ে ব্যাগ খোয়ানোর বিষয়ে নিকটাত্মীয়দের জানান। পরে ট্রেনটি শনিবার সকালে শিয়ালদহ পৌঁছয়। ভারাক্রান্ত মনে খালি হাতে শিয়ালদহ জিআরপির কাছে পৌঁছন তিনি। ব্যাগ খোয়ানোর বিষয়ে বিস্তারিত অভিযোগ জানান।

advertisement

আরও পড়ুন: বিরিয়ানি থেকে লস্যির হাঁড়ি 'লাল' কাপড়েই কেন মোড়া থাকে? ৯৯% মানুষই জানে না উত্তর! আপনি জানেন তো?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পরে পার্টি অফিসে পৌঁছে একটি ফোন জোগাড় করেন। এর পর সংবাদ মাধ্যমের কাছে রেলের নিরাপত্তাহীনতায় বিষয়ে ক্ষোভ উগরে বিস্তারিত জানান। তিনি বলেন, "হারানো ব্যাগে একটি ১০-১২ হাজার টাকার স্মার্টফোন। মানি ব্যাগে নিজের হাজার বারো টাকা ও পার্টির সদস্য পদের জন্য জমা পড়া টাকা ছিল। তিনটে এটিএম কার্ডও ছিল। জিআরপি-তে অভিযোগ জানানো হলেও মোবাইলের আইইএমআই নাম্বার দিতে পারেনি।" কার্ড তিনটি বন্ধ করার চেষ্টা চালাচ্ছেন বলে তিনি জানিয়েছেন।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Ashok Bhattyacharya || Theft: দার্জিলিং মেলে নিশ্চিন্তে ঘুম... সকালে ঘুম ভাঙতেই চক্ষুচড়কগাছ! যা দেখলেন অশোক ভট্টাচার্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল