এদিন নথি দেখিয়ে অরূপ বিশ্বাস দাবি করেন, ২০২০ থেকে ২০২৩, বিভিন্ন সময়ে জলপাইগুড়িতে বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন স্পোর্টস কমপ্লেক্সে প্রস্তাবিত হকি স্টেডিয়াম সহ গোটা বিষয়টির উন্নয়নে একাধিকবার কেন্দ্রীয় ক্রীড়া এবং যুবা মন্ত্রকের কাছে আবেদন জানিয়েছেন৷ এ বিষয়ে কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি৷ কিন্তু, তার পরেও সমস্যার সমাধান হয়নি৷
advertisement
আরও পড়ুন: ‘দুর্নীতি’ নিয়ে পড়ুয়ার সঙ্গে ‘আমনে-সামনে’ আলোচনা, রাজ্যপালের সঙ্গে দেখা দুই ছাত্রের
এরপরেই বিধানসভায়, বিজেপির বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে তদন্তের দাবি জানান অরূপ বিশ্বাস৷ তাঁর দাবি, বিধানসভায় ‘ভুল’ তথ্য দিয়েছেন অশোক দিন্দা। তারপরে অবশ্য বিজেপি বিধায়কের কাছ থেকে নথি চান স্পিকার৷
অন্যদিকে, এদিন প্রশ্নোত্তর পর্বে, বীরপাড়া দলগাঁও রেল স্টেশনের কাছে রেল ওভারব্রিজের দাবি জানান বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা। তাঁর প্রস্তাবের উত্তরে রাজ্যের পূর্ত মন্ত্রী পুলক রায় বলেন, ‘‘এখন কেন্দ্রের নিয়ম উভয়কে ৫০% করে টাকা দিতে হবে। কেন্দ্রকে বলুন প্রাপ্য টাকা দিতে।’’ সেই কথার প্রেক্ষিতে পাল্টা টিগ্গা বলেন, ‘‘আপনি জমির ব্যবস্থা করে দিন, কেন্দ্র থেকে সম্পূর্ণ অর্থ আনার দায়িত্ব আমার। রাজ্য সরকারের আর্থিক অসুবিধা থাকলে কেন্দ্রের থেকে ১০০% টাকা আমি নিয়ে আসব।’’