গৌতম কুণ্ডুকে জেরা করেই প্রথম সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম পায় সিবিআই। রোজভ্যালির ব্যবসা সম্প্রসারণে সাহায্য করেন তৃণমূল সাংসদ। রোজভ্যালির টাকায় সস্ত্রীক বিদেশে বেড়াতেও যান। গৌতম কুণ্ডুর তথ্যের ভিত্তিতেই জেরা করা হয় সুদীপকে। আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় প্রশ্নের সদুত্তর না পাওয়ায় তৃণমূল সাংসদকে গ্রেফতার করে সিবিআই।
রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুর সূত্রেই প্রথমবার নাম উঠে আসে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। তাঁকে জেরা করেই জোরালো হয় রোজভ্যালি ও সুদীপ যোগ। তৃণমূল সাংসদকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য হাতে আসে সিবিআই-এর। মূলত আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় প্রশ্নই এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তৃণমূল সাংসদ। এরপরই ডিএলএফ বিল্ডিং থেকে পাওয়া তথ্য ও নথি সুদীপের সামনে রাখেন তদন্তকারীরা। তা দেখেই কার্যত ভেঙে পড়েন উত্তর কলকাতার তৃণমূল সাংসদ। সাড়ে তিন ঘণ্টার জেরার পর শেষমেষ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই।
advertisement