পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার নবান্ন অভিযান ঘিরে ২৭ জন পুলিশ আহত। একজন অ্যাসিস্টেন্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়ের হাত ভেঙেছে।এমজি রোডে বিক্ষোভকারীরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।পুলিশ গাড়ি পোড়ানো ফুটেজ সংগ্রহ করেছে। এই ঘটনায় সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে দাবি লালবাজারে।
আরও পড়ুন - Durga Puja 2022: ‘ঢাকের তালে, কোমর দোলে...’, দুর্গাপুজোয় বাংলাকে নাচাতে তৈরি ঢাকিরা
advertisement
মঙ্গলবার বিজেপি নবান্ন অভিযান ঘিরে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে। সাঁতরাগাছি, হাওড়া ময়দান, হাওড়া ব্রিজ, এমজি রোড সহ একাধিক জায়গায় বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। হাওড়া ব্রিজে ত্রিস্তরীয় নিরাপত্তা ছিল। কিন্তু বিজেপি কর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হয়। তখনই পুলিশকে লক্ষ করে ইট, পাথর, জুতো ছোড়ে বিক্ষোভকারীরা । এরপর পুলিশ জলকামান চালায় ছত্র ভঙ্গ করতে। চালানো হয় টিয়ার গ্যাস। এরপর বিক্ষোভ কারীরা ফেরার সময় এমজি রোডে ফের অশান্তি হয়। স্থানীয়দের দাবি, ফেরার সময় বিক্ষোভ কারীরা পুলিশের গাড়িতে আগুন লাগায় বলে অভিযোগ। যদিও বিজেপির সমীক ভট্টাচাৰ্য এই অভিযোগ খারিজ করে দেন।
আরও পড়ুন - Durga Puja 2022: ‘ঢাকের তালে, কোমর দোলে...’, দুর্গাপুজোয় বাংলাকে নাচাতে তৈরি ঢাকিরা
আহত পুলিশ আধিকারিক ভর্তি আছেন এস এস কে এম হাসপাতালে। তার শরীরে রয়েছে একাধিক আঘাতের চিহ্ন।