TRENDING:

Arpita Mukherjee| West Bengal SSC Scam: ED আধিকারিকদের চক্ষু চড়ক গাছ, অর্পিতার রথতলার ফ্ল্যাটে এত খাট কেন? কী হয়!

Last Updated:

Arpita Mukherjee| West Bengal SSC Scam: এসএসসি দুর্নীতি কাণ্ডে গ্রেফতার অর্পিতা মুখোপাধ্য়ায়ের (Arpita Mukherjee) রথতলার ফ্ল্যাটের এমন আজব সাজসজ্জা চমকে দিচ্ছে সকলকেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গত বুধবারই অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়া রথতলার ফ্ল্যাটে হানা দেয় ইডি আধিকারিকরা। ৯ তলার ফ্ল্যাটে তালা ভেঙে ঢুকেই প্রায় ৩০ কোটি টাকা উদ্ধার করেছে ইডি। বেলঘরিয়ার রথতলায় অবস্থিত সেই ক্লাব টাউন নামের আবাসনের একটি বিলাসবহুল ফ্ল্যাট তল্লাশিতে বিপুল টাকা উদ্ধার ইডির। কিন্তু ওই একই আবাসনে রয়েছে অর্পিতার আরও একটি ফ্ল্যাট। কেমন সেই অভিজাত বাড়ি? কী আছে তার ভেতরে (Arpita Mukherjee| West Bengal SSC Scam)।
অর্পিতার রথতলার ফ্ল্যাটে এত এত খাট কেন?
অর্পিতার রথতলার ফ্ল্যাটে এত এত খাট কেন?
advertisement

তিন কামড়ার সাজানো গোছানো ফ্ল্যাটটিতে দেখা গেল চারটি বাথরুম এবং প্রতি ঘরে তিনটি করে খাট! আর এমন কাণ্ডই নজর কেড়েছে ইডি কর্তাদের। একবার দেখলেই বোঝা যায়, কোনও স্বাভাবিক বাড়িতে এমনটা হওয়ার নয়। স্বভাবতই খাটের এমন আধিক্যের কারণ নিয়ে রীতিমতো ধন্ধে ইডিআধিকারিকরা। এসএসসি দুর্নীতি কাণ্ডে গ্রেফতার অর্পিতা মুখোপাধ্য়ায়ের (Arpita Mukherjee) রথতলার ফ্ল্যাটের এমন আজব সাজসজ্জা চমকে দিচ্ছে সকলকেই।

advertisement

ওই একই আবাসনে থাকা অর্পিতার আরও একটি ফ্ল্যাট থেকেই বুধবার টাকার পাহাড় আবিষ্কার করেন ইডি (ED) কর্তারা। তবে অন্য ফ্ল্যাটের দরজা খুলতেই অবাক তদন্তকারীরা। প্রশ্ন ওঠে, ওই ফ্ল্য়াটে কি কোনও 'বিশেষ' ব্যবসা চালাতেন অর্পিতা মুখোপাধ্য়ায়? কী ব্যবসা চালাতেন তিনি? রহস্যময় এই ফ্ল্যাটের অন্দরসজ্জা ঘিরেই খটকা এখন দানা বেঁধেছে ইডি আধিকারিকদের মনে Arpita Mukherjee| West Bengal SSC Scam।

advertisement

আরও পড়ুন : বড় খবর! SSC 'বদলি' আইনে এবার গুরুত্বপূর্ণ 'বদলের' নির্দেশ কলকাতা হাইকোর্টের! জানুন বিস্তারিত

ব্লক 2-এর 2A ফ্ল্যাটটিতে আছে তিন তিনটি ঘর। চমকে দেওয়া বিষয়, ফ্ল্যাটের চারটি বাথরুমের মধ্যে দুটি বাথরুমকে মাঝখান থেকে বিভক্ত করেই বাথরুম সংখ্যা বাড়িয়েছিলেন অর্পিতা। কিন্তু কেন? আবাসন সূত্রে জানা গিয়েছে, অর্পিতা মুখোপাধ্যায় নাকি ফ্ল্যাটটি তাঁর ব্যবসার কাজে ব্যবহার করতে চেয়েছিলেন। কিন্তু আবাসন কর্তৃপক্ষের তরফে তাতে বাধা দেওয়া হয়। কিন্তু ফ্ল্যাটে এত খাট ঢুকিয়ে তবে কোন ব্যবসা খাড়া করার পরিকল্পনা চলছিল অর্পিতার?

advertisement

আরও পড়ুন : সুতোর বাঁধনে আঁটোসাঁটো পিঠের সৌন্দর্য! খোলা চুল ও টু-পিসে আগুন ঝরাচ্ছেন বাঙালি নায়িকা

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বুধবার মধ্যরাত পর্যন্ত তল্লাশি চালিয়ে অর্পিতার Arpita Mukherjee| West Bengal SSC Scam রথতলার এই আবাসনের অপর ফ্ল্যাট থেকে ২৯ কোটি ৯০ লক্ষ টাকা, ৫ কেজি সোনার বার, ৪.৩১ কোটি টাকার সোনা এবং প্রচুর জমির কাগজপত্র উদ্ধার করে তদন্তকারী দল। শুধু ঘরের আলমারি বা দেরাজ নয়, টাকা উদ্ধার হয়েছে শৌচাগার থেকেও। সবই পাঁচশো টাকা এবং দু'হাজার টাকার নোট ছিল। প্রায় ১০টি ট্রাঙ্ক ভর্তি করে নিয়ে যাওয়া হয় সেই নগদ টাকা, সোনা। এর আগে টালিগঞ্জে অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ প্রায় ২২ কোটি টাকা উদ্ধার হয়। শুধু বিপুল পরিমাণ নগদ-ই নয়, ৫৮ লক্ষ টাকার সোনা, বৈদেশিক মুদ্রা এবং ২০টি দামি মোবাইল ফোনও উদ্ধার করেছে ইডি। যা দেখে তাজ্জব গোটা বাংলা। আগামী দিনে কোন দিকে গড়ায় এই তদন্তের জাল সেদিকে এখন তাকিয়ে আপামর রাজ্যবাসী।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Arpita Mukherjee| West Bengal SSC Scam: ED আধিকারিকদের চক্ষু চড়ক গাছ, অর্পিতার রথতলার ফ্ল্যাটে এত খাট কেন? কী হয়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল