TRENDING:

Arpita Mukherjee life in jail: রাতে না খেয়েই ঘুম, জেলে থম মেরে গিয়েছেন অর্পিতা! অনুশোচনা নয়, মত মনোবিদের

Last Updated:

বিশেষ নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা, তদন্ত প্রয়োজনে ইডি তদন্তকারীরা যাবেন আলিপুর সংশোধনাগারে 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ইডি-র হাতে গ্রেফতার হওয়ার পর মেডিক্যাল টেস্ট করানোর সময় হাউমাউ করে কান্নাকাটি করেছেন৷  তবু ইডি হেফাজতে থাকাকালীন কিছু আবদার করার সুযোগ মিলছিল৷ তখনও কয়েদির তকমা লাগেনি গায়ে৷
অর্পিতা মুখোপাধ্যায়
অর্পিতা মুখোপাধ্যায়
advertisement

কিন্তু শুক্রবার আলিপুর মহিলা সংশোধনাগারে বন্দি হিসেবে পা দেওয়ার পর জোরাবো মানসিক ধাক্কা খেয়েছিলেন তিনি৷ সম্ভবত সেই কারণেই রাতে কিছু না খেয়েই ঘুমিয়ে পড়লেন অর্পিতা৷ যদিও সকাল থেকে কিছুটা ধাতস্থ হয়ে ওঠেন তিনি৷

আলিপুর জেল সূত্রে খবর, এ দিন সকালে উঠে চা বিস্কুট খেয়েছেন অর্পিতা৷ পরে প্রাতঃরাশ মধ্যাহ্নভোজও সেরেছেন তিনি৷ দুপুরে খেয়েছেন ভাত, ডাল এবং সব্জি৷ তবে নতুন  পরিবেশে গিয়ে বেশ কিছুটা থম মেরে গিয়েছেন অর্পিতা৷ প্রায় কারও সঙ্গে কথাই বলছেন না৷ চুপচাপই নিজের মতো রয়েছেন বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত অর্পিতা৷ আলিপুর জেল সূত্রে খবর, বাইরের কোনও জিনিসই পাবেন না তিনি৷ থাকতে হবে সাধারণ আর পাঁচজন বন্দির মতোই৷

advertisement

যদিও অর্পিতার এই আচরণগত পরিবর্তন কৃতকর্মের অনুশোচনা বলে মানতে নারাজ মনোবিদরা৷ মনোবিদ হিরন্ময় সাহা বলেন, 'জেলে গেলেই কারও মানসিকতায় বদল আসবে, এমনটা ভাবার কোনও কারণ নেই৷ দাগী আসামীরা তো বহুবার জেলে যায়৷ এরা দিনের পর দিন সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ লুট করেছে৷ যদিও মানসিক পরিবর্তন হওয়াই হতো, তাহলে তা অনেক দিন আগেই হয়ে যেত৷ বরং জেলে গিয়ে এই ধরনের মানুষ কী ভাবে বদলা নেবে, তা ভাবতে থাকে৷'

advertisement

আরও পড়ুন: ১১ বছরের ছবিতে বদল, বিধানসভায় মুখ্যমন্ত্রীর পাশে আর পার্থ নন, এবার হয়তো বসবেন ফিরহাদ

শুক্রবার আদালতে শুনানি চলাকালীনই  অর্পিতার প্রাণ সংশয়ের আশঙ্কা প্রকাশ করেছিলেন তাঁর আইনজীবী৷  একই আশঙ্কা প্রকাশ করেছিলেন ইডি-র আইনজীবীও৷  অর্পিতার উপরে বিশেষ নজর রাখার নির্দেশ দেন বিচারকও৷ সেই মতো অর্পিতার উপর নজর রাখতে বাড়তি নিরাপত্তারও ব্যবস্থা করা হয়েছে৷

advertisement

ইডি  সূত্রে খবর, মহিলা অফিসার নিয়েখুব দ্রুত তদন্তর প্রয়োজনে আলিপুর সংশোধনাগারে যাবেন তারা। সেখানেই অর্পিতাকে জেরা করা হবে৷ কারণ অর্পিতার ফ্ল্যাট থেকে যে কোটি কোটি টাকা পাওয়া গিয়েছে,  সেই টাকা কার এবং তার উৎস জানাই লক্ষ্য ইডি-র? কারণ এখনও পর্যন্ত অর্পিতা এবং পার্থ দু' জনেই দাবি করেছেন, ওই টাকা তাঁদের নয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রেই বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত ছিলেন অর্পিতা৷ বিপুল পরিমাণ সম্পত্তির অধিকারী হয়ে ওঠেন তিনি৷ অন্তত এমনই মত ইডি কর্তাদের৷ বিলাসবহুল ফ্ল্যাট, গাড়ি, অলঙ্কার কোনও কিছুরই অভাব ছিল না৷ প্রথমে ইডি-র হাতে গ্রেফতারি তার পরে আলিপুর মহিলা সংশোধনাগারে এসে সেই জীবনে আপাতত ইতি পড়ল৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Arpita Mukherjee life in jail: রাতে না খেয়েই ঘুম, জেলে থম মেরে গিয়েছেন অর্পিতা! অনুশোচনা নয়, মত মনোবিদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল