TRENDING:

যাঁর জন্য তৃণমূল ছেড়েছিলেন, সেই দীনেশকেই ফোন করে স্বাগত জানালেন অর্জুন

Last Updated:

এ দিনই আচমকা রাজ্য়সভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন দীনেশ ত্রিবেদী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কথায় বলে, 'এভরিথিং ইজ ফেযার ইন লাভ অ্যান্ড ওয়ার৷' রাজনীতিতেও বোধ হয় তাই৷ কারণ যে দীনেশ ত্রিবেদীর জন্য একদিন তৃণমূল ছেড়েছিলেন, সেই দীনেশ ত্রিবেদী বিজেপি-তে যোগ দেওয়ার পর তাঁকেই ফোন করে স্বাগত জানালেন অর্জুন সিং৷
advertisement

২০১৯ সালে ব্যারাকপুর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিট পাওয়ার আশায় ছিলেন অর্জুন সিং৷ কিন্তু শেষ পর্যন্ত দীনেশ ত্রিবেদী টিকিট পাওয়ায় দল ছাড়েন অর্জুন সিং৷ এর পর বিজেপি-তে যোগদান করে সেই ব্যারাকপুর আসন থেকেই লোকসভা নির্বাচনে দীনেশকে হারান তিনি৷ সেই সময় দীনেশ- অর্জুন বাকযুদ্ধ তুঙ্গে উঠেছিল৷

স্বভাবতই আশা করা হয়েছিল, দীনেশ ত্রিবেদী বিজেপি-তে এলে আপত্তি থাকবে অর্জুনের৷ কিন্তু রাজনৈতিক মহলকে অবাক করে দিয়ে অর্জুন জানিয়েছেন, দীনেশ ত্রিবেদীকে বিজেপি-তে স্বাগত জানাচ্ছেন তিনি৷ দীনেশ ত্রিবেদীকে ভাল মানুষ, অভিজ্ঞ রাজনীতিক বলেও প্রশংসা শোনা গিয়েছে অর্জুনের গলায়৷ এখানেই শেষ নয়, দীনেশ ত্রিবেদীকে নিজে ফোন করে তৃণমূল ছাড়ায় অভিনন্দনও জানিয়েছেন ব্যারাকপুরের সাংসদ৷ অর্জুনের দাবি, তিনি দীনেশকে জানিয়েছেন বিজেপি-তে একসঙ্গে তাঁরা আরও ভাল ভাবে কাজ করবেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

সূত্রের খবর, দীনেশ দলে এলে অর্জুন যে ভাল ভাবে তা নেবেন না, সেই আশঙ্কা বিজেপি নেতৃত্বেরও ছিল৷ তাই দীনেশকে দলে নেওয়ার বিষয়টি চূড়ান্ত করার পর্বে অর্জুনের সঙ্গেও কথা বলেন দলের রাজ্য এবং কেন্দ্রীয় স্তরের নেতারা৷ জানা গিয়েছে, অর্জুনের সঙ্গে সংঘাত এড়াতে দীনেশকে সাংগঠনিক কোনও দায়িত্ব দেওয়া হবে না৷ বরং তাঁকে রাজ্যসভার সাংসদ করে পাঠিয়ে সংসদে সুবক্তা দীনেশকে সংসদে আরও বেশি করে ব্যবহার করা হবে৷ আসলে দীনেশকে দলে টেনে তৃণমূলকে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করাই বিজেপি-র মূল লক্ষ্য৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
যাঁর জন্য তৃণমূল ছেড়েছিলেন, সেই দীনেশকেই ফোন করে স্বাগত জানালেন অর্জুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল