তৃণমূলের দলীয় উত্তরীয় পরিধানের প্রায় সঙ্গে সঙ্গেই একের পর এক পাল্টে যেতে থাকল অর্জুন সিং (Arjun Singh) এর ট্যুইটার ও ফেসবুকের প্রোফাইল পিকচার থেকে কভার ফটো। যেখানে বিকেল ৫ টা ৪০ মিনিটেও তাঁর ট্যুইটার প্রোফাইলের ছবিতে বড় বড় করে লেখা ছিল 'আমার পরিবার বিজেপি পরিবার' সেখানে মাত্র পাঁচ মিনিট পরেই ৫ টা ৪৫ মিনিটে আপলোড হয় অর্জুন সিং-এর নতুন ছবি যে খানে তাঁর গলায় শোভা পাচ্ছে তৃণমূলের দলীয় রঙে রাঙা 'মা-মাটি-মানুষ' লেখা উত্তরীয়। একইভাবে বদলে যেতে দেখা যায় ফেসবুকের প্রোফাইল ছবি ও কভার ছবি (Arjun Singh On Social Media)।
advertisement
প্রসঙ্গত, বেশ কয়েক সপ্তাহ ধরেই দলবদলের জল্পনা উসকে দিচ্ছিলেন অর্জুন সিং। পাটশিল্পের প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হয়েছিলেন বিজেপি সাংসদ। তার পর কেন্দ্রীয় মন্ত্রী ও সচিবদের সঙ্গে একাধিক বৈঠক হলেও অর্জুনের মত বদলায়নি বলেই ইঙ্গিত দেন তিনি। নিজেই জানান, "শেষের কাউন্টডাউন শুরু"। রবিবার বিকেলে পুরনো দল তৃণমূলেই অবশেষে ফিরলেন তিনি। শুরু করলেন আরও একটি পর্ব।
আরও পড়ুন : "ঘরের ছেলে ছিলাম, ঘরে ফিরেছি", তৃণমূলে 'ঘর ওয়াপসি'র পর আর যা বললেন অর্জুন সিং
আরও পড়ুন : "এক ঘণ্টা লাগবে...", তবু এখনই সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছেন না অর্জুন! জানালেন কারণও
উল্লেখ্য, এই প্রথম নয়, এর আগেও একাধিকবার অর্জুনের দলবদলের ইতিহাস রয়েছে। কংগ্রেস থেকে তৃণমূল, বিজেপি হয়ে ফের ঘাসফুলে ফিরলেন এই রাজনৈতিক নেতা। ভবিষ্যতে কি আবারও দল বদল করবেন অর্জুন সিং? এই প্রশ্নের উত্তর কী লুকিয়ে আছে অর্জুন সিং-এর মাত্র কয়েকঘণ্টা আগে করা মন্তব্যে? বিজেপি ছাড়া প্রসঙ্গে এদিন সকালেই তিনি বলেন, "রাজনীতিতে সবকিছু সম্ভব, শেষ বলে কিছু নেই।"