শ্লীলতাহানি ও ছিনতাইয়ের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে হেস্টিংস থানা। ২২ মে,গত বৃহস্পতিবার আর পাঁচটা দিনের পর কর্মক্ষেত্রে যাওয়ার জন্য অ্যাপ নির্ভর বাইক বুকিং করেছিলেন পোর্ট এলাকার এক মহিলা। মধ্য কলকাতার এক শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করেন। নিজের বাড়ি থেকে একটি অ্যাপ বাইকে চাপার পর থেকেই তিনি বুঝতে পারেন বাইক চালক কোনও কোনও ভাবে শরীর স্পর্শ করার চেষ্টা করছেন।
advertisement
মহিলার অভিযোগ, চালক ও তাঁর বসার মাঝে ব্যাগ রেখেছিলেন। সেই ব্যাগ প্রথমে সরিয়ে নিতে বলা হয়। এরপরই শুরু হয় মহিলার শরীর স্পর্শ করার চেষ্টা। মহিলার অভিযোগ, তাঁকে ওই চালক বলেন রাস্তা বুঝতে পারছেন না, একটু দেখিয়ে দিতে। মহিলা হাত দিয়ে দিক নির্দেশ করলে ওই চালক মহিলাকে প্রস্তাব দেন কাছে এগিয়ে এসে দেখিয়ে দিতে। মহিলার দাবি, উনি সতর্ক হন। এরপরই চালক তাঁর পিঠ দিয়ে মহিলার শরীর স্পর্শ করার চেষ্টা চালিয়ে যেতে থাকেন।
মহিলা প্রতিবাদ করেন। তারপর ফোর্টউইলিয়ামের সাউথ গেটের কাছে জোর করেই বাইক থামাতে বলেন। বাইক থামিয়ে মহিলা নেমে যেতেই তাঁর শরীরে জোরে আঘাত করেন ওই চালক, তেমনটাই অভিযোগ মহিলার। এমনকি গলার হার ছিনতাই করে নিয়ে পালিয়ে যান বাইক চালক, এমনটাও অভিযোগ উঠে। এরপরেই ১০০ ডায়াল করেন ওই মহিলা। ঘটনাস্থলে আসে হেস্টিংস থানার পুলিশ। লিখিত অভিযোগ করেন ওই মহিলা। শুরু হয়েছে তদন্ত।
ঘটনার পর পাঁচ দিন কেটে গেলেও এখনও ধরা পড়েনি ওই চালক। অ্যাপ নির্ভর ওই বাইক চালকের শুধু নাম পেয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, অ্যাপ নির্ভর বাইকে যে ফোন নম্বরটিতে অভিযোগকারিনী ফোন করেছিলেন সেটি অ্যাপ নির্ভর বাইক সংস্থার। তাদেরকে ইতিমধ্যে চিঠি দিয়েছে কলকাতা পুলিশ। ওই বাইক চালকের বিরুদ্ধে কি অভিযোগ উঠেছে তাও জানানো হয়েছে পুলিশের তরফে। চালকের নাম পরিচয় ঠিকানা বিস্তারিত ভাবে চাওয়া হয়েছে। তদন্ত চলছে বলে দাবি পুলিশের।