বেতনবৃদ্ধির দাবিতে অনশন আন্দোলনে প্রাথমিক শিক্ষকদের সংগঠন। অনশনের ১৪ তম দিন শুক্রবার ৷ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বা এনসিটিই-র নিয়ম মেনে বেতন কাঠামো তৈরির দাবি প্রাথমিক শিক্ষকদের। দাবি আদায়ে অনশন আন্দোলন চলছে। এরই মধ্যে প্রাথমিকে বেতনবৃদ্ধির ঘোষণা ৷ তাতেও খুশি নন প্রাথমিক শিক্ষকেরা ৷ তাদের দাবি গ্রেড পে অন্তত ৩৯০০ টাকা করতে হবে ৷ এর ফলে এখনও জারি তাদের অনশন ৷
advertisement
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘোষণা মতোই বেতন বাড়ল প্রাথমিক শিক্ষকদের ৷ এদিনই সরকারি নির্দেশিকা জারি করল শিক্ষা দফতর ৷ এর পরে প্রশিক্ষিত শিক্ষকদের গ্রেড পে বেড়ে হল ৩৬০০ টাকা ও প্রশিক্ষণহীন শিক্ষকদের জন্য এই টাকা বেড়ে দাঁড়াল ২৯০০ টাকা ৷ এর ফলে ১ অগাস্ট, ২০১৯ থেকেই কার্যকর হবে নতুন বেতনক্রম ৷
রাজ্য সরকারের এই বেতন বৃদ্ধির সিদ্ধান্তে উপকৃত হবেন রাজ্যের ১ লক্ষ ৮৫ হাজার শিক্ষক শিক্ষিকা ৷ এর আগে প্রশিক্ষিত শিক্ষকদের গ্রেড পে ছিল ২৬০০ টাকা ও প্রশিক্ষণহীনদের ২৩০০ টাকা ৷ নতুন গ্রেড পে লাগু হলেই একজন প্রাথমিক শিক্ষক চাকরিতে যোগ দিলেই ১৯ হাজার টাকার বদলে এখন থেকে পাবেন ২৫,৫০০ টাকা ৷
