TRENDING:

Anupam Roy Vs Anupam Hazra: বিয়ে কার? রায় নাকি হাজরার! 'জনস্বার্থে' ফেসবুকে লিখেই দিলেন অনুপম!

Last Updated:

Anupam Roy Vs Anupam Hazra: ফেসবুকে অনুপম হাজরা লেখেন, ''কয়েক মাস আগের অস্বস্তিকর অভিজ্ঞতার কথা মাথায় রেখে জনস্বার্থে প্রচারিত...গায়ক অনুপম রায়ের বিয়ে হচ্ছে।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পুরনো অভিজ্ঞতা থেকেই ‘ভয়’ পাচ্ছেন বিজেপি নেতা অনুপম হাজরা। কী ব্যাপার? গত বছর, ২৭ নভেম্বর ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে সেরেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। আর তারপর থেকেই বিপাকে পড়েছিলেন বিজেপি নেতা অনুপম হাজরা! যাঁর সঙ্গে পরম-পিয়ার দূর দূর পর্যন্ত কোনও সম্পর্ক নেই, তিনি আচমকা কেন বিপদে পড়েছিলেন ওঁরা বিয়ে করায়? অনুপম হাজরা জানিয়েছিলেন, ‘অনুপম রায়ের যে সহানুভূতি পাওনা সেটা আমাকে পাঠানো হচ্ছে। সেই জন্য যেহেতু এখনও পর্যন্ত মেসেজ পাচ্ছি, ভেঙে পড় না এসব আসছে তাই আমার মনে হল সবাইকে একটা বার্তা দেওয়া প্রয়োজন যে আপনারা রায়কে পাঠাতে গিয়ে হাজরাকে পাঠিয়ে দিচ্ছেন এই মেসেজ। আপনারা সমবেদনা জানাতেই পারেন কিন্তু ঠিক মানুষটাকে জানান। আমার তো এখন ঠিকমতো বিয়েই হল না। বিয়ে না হওয়া একট মানুষকে এমন মেসেজ পাঠাচ্ছেন ব্যাপারটা কেমন না?’ যে অনুপম রায়ের জন্য সমবেদনা জানানোর কথা বলেছিলেন অনুপম হাজরা, এবার সেই অনুপম রায়ের বিয়ে। জানা গিয়েছে, আগামী ২ মার্চ বিয়ের পিঁড়িতে বসবেন অনুপম। কাছের মানুষ এবং পরিবার-পরিজনদের সাক্ষী রেখে চার হবে এক হাত। গায়িকা প্রস্মিতা পালকে বিয়ে করছেন অনুপম। আর সেই বিয়ের খবর চাউর হতেই ফেসবুকে ‘অদ্ভূত’ পোস্ট করলেন বিজেপি নেতা অনুপম হাজরা।
বিয়ে কার?
বিয়ে কার?
advertisement

ফেসবুকে অনুপম হাজরা লেখেন, ”কয়েক মাস আগের অস্বস্তিকর অভিজ্ঞতার কথা মাথায় রেখে জনস্বার্থে প্রচারিত…গায়ক অনুপম রায়ের বিয়ে হচ্ছে। অনুপম হাজরার নয়। দয়া করে কনফিউজড হয় আমাকে কনগ্র্যাচুলেশনস ইত্যাদি পাঠাতে শুরু করবেন না।”

প্রসঙ্গত, পরম-পত্নী পিয়া চক্রবর্তী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। ২০২১ সালে তাঁরা আলাদা হয়ে যান। ছয় বছরের সম্পর্ক ভেঙে ডিভোর্স করেন তাঁরা। তখনই শোনা গিয়েছিল পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে বিশেষ সম্পর্কে জড়িয়েছেন পিয়া চক্রবর্তী। যদিও তখন সেই কথা রীতিমতো উড়িয়ে দিয়েছিলেন অভিনেতা। জানান তাঁরা কেবল বন্ধুই। কিন্তু মাত্র দু বছরের মধ্যেই তাঁরা বিয়ে করে সকলকে চমকে দিয়েছেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে যায়। সকলেই অনুপমের ব্যথায় যেন সমব্যথী। গালমন্দ করছেন নবদম্পতিকে। এর মধ্যেই সান্ত্বনা পান অনুপম হাজরা! কেন? আসলে অনেকেই তাঁর সঙ্গে অনুপম রায়কে গুলিয়ে ফেলেছিলেন। সেই জন্যই তিনি সাংবাদিক সম্মেলন ডেকে সেই ভুল ধরিয়ে দিয়েছিলেন।

advertisement

আরও পড়ুন: একটি চড়ুই পাখির জন্য মারা যান ৪ কোটি মানুষ! জানেন এ ঘটনা? শুনে মাথা ধরে বসে পড়বেন

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

অনুপম হাজরা সেই সময়ই জানিয়েছিলেন, তিনি এখনই বিয়ে নিয়ে কিছু ভাবছেন না। আপাতত তাঁর লক্ষ্য ২৪ এর লোকসভা নির্বাচন। এবার অনুপম রায়ের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অনুপম হাজরা।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Anupam Roy Vs Anupam Hazra: বিয়ে কার? রায় নাকি হাজরার! 'জনস্বার্থে' ফেসবুকে লিখেই দিলেন অনুপম!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল