ফেসবুকে অনুপম হাজরা লেখেন, ”কয়েক মাস আগের অস্বস্তিকর অভিজ্ঞতার কথা মাথায় রেখে জনস্বার্থে প্রচারিত…গায়ক অনুপম রায়ের বিয়ে হচ্ছে। অনুপম হাজরার নয়। দয়া করে কনফিউজড হয় আমাকে কনগ্র্যাচুলেশনস ইত্যাদি পাঠাতে শুরু করবেন না।”
প্রসঙ্গত, পরম-পত্নী পিয়া চক্রবর্তী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। ২০২১ সালে তাঁরা আলাদা হয়ে যান। ছয় বছরের সম্পর্ক ভেঙে ডিভোর্স করেন তাঁরা। তখনই শোনা গিয়েছিল পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে বিশেষ সম্পর্কে জড়িয়েছেন পিয়া চক্রবর্তী। যদিও তখন সেই কথা রীতিমতো উড়িয়ে দিয়েছিলেন অভিনেতা। জানান তাঁরা কেবল বন্ধুই। কিন্তু মাত্র দু বছরের মধ্যেই তাঁরা বিয়ে করে সকলকে চমকে দিয়েছেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে যায়। সকলেই অনুপমের ব্যথায় যেন সমব্যথী। গালমন্দ করছেন নবদম্পতিকে। এর মধ্যেই সান্ত্বনা পান অনুপম হাজরা! কেন? আসলে অনেকেই তাঁর সঙ্গে অনুপম রায়কে গুলিয়ে ফেলেছিলেন। সেই জন্যই তিনি সাংবাদিক সম্মেলন ডেকে সেই ভুল ধরিয়ে দিয়েছিলেন।
advertisement
আরও পড়ুন: একটি চড়ুই পাখির জন্য মারা যান ৪ কোটি মানুষ! জানেন এ ঘটনা? শুনে মাথা ধরে বসে পড়বেন
অনুপম হাজরা সেই সময়ই জানিয়েছিলেন, তিনি এখনই বিয়ে নিয়ে কিছু ভাবছেন না। আপাতত তাঁর লক্ষ্য ২৪ এর লোকসভা নির্বাচন। এবার অনুপম রায়ের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অনুপম হাজরা।