TRENDING:

Anubrata Mondal News: ধারণা ছিল না কারও, এবার এমন একজনকে ডাকল ইডি, তিহাড়েও আরও ভয় গ্রাস অনুব্রত মণ্ডলকে!

Last Updated:

Anubrata Mondal News: আগামী ৫ এপ্রিল তাকে ডেকে পাঠানো হয়েছে। বুধবার ডেকে পাঠানোর চিঠি মেইল করে জেল সুপারের কাছে পাঠানো হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পরে প্রায় ৬ মাস তাঁর অধীনেই ছিলেন আসানসোল জেল বা বিশেষ সংশোধনাগারে বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এবার সেই আসানসোল জেল সুপার কৃপাময় নন্দীকে দিল্লি ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।
আরও চাপে অনুব্রত মণ্ডল
আরও চাপে অনুব্রত মণ্ডল
advertisement

আগামী ৫ এপ্রিল তাকে ডেকে পাঠানো হয়েছে। বুধবার ডেকে পাঠানোর চিঠি মেইল করে জেল সুপারের কাছে পাঠানো হয়েছে। রাতে জেল সুপারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তা স্বীকারও করে নিয়েছেন। জানিয়েছেন, ''মেইল পেয়েছি। যাব।'' তাকে বেশ কিছু তথ্য সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে। তার মধ্যে ব্যাঙ্ক স্টেটমেন্ট ও সম্পত্তির তথ্যও রয়েছে রয়েছে বলে খবর। তা বিগত ১০ বছরের বলে জানা গিয়েছে ইডি সূত্রে।

advertisement

আরও পড়ুন: কোথায়, কীভাবে হয়েছিল প্রেম? শ্বেতা-অয়নের প্রেম কাহিনি শুনলে অবাক হয়ে যাবেন

ইডি সূত্রে খবর, গত দুর্গাপুজোর সময় জেলে থাকা বন্দিদের জন্য এলাহি খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছিল আসানসোল সংশোধনাগারা। ইডি জানতে পেরেছে, তা করা হয়েছিল অনুব্রত মণ্ডলের আবদারে। এবার সেই জেলেরই পুলিশ সুপারকে ডেকে পাঠাল ইডি। প্রসঙ্গত, ২০২২ সালের ১০ অগাস্ট বোলপুর থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই। তারপর ২৪ অগাস্ট থেকে আসানসোল জেলেই ছিলেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট।

advertisement

আরও পড়ুন: গরুপাচার কাণ্ডে বিরাট মোড়! সিবিআই নয়, এবার আসরে সিআইডি, নজরে সাগরদিঘি

সেরা ভিডিও

আরও দেখুন
বিপ্লবীরা এখানে তৈরি করতেন স্বাধীনতার রণনীতি, আজ সেই মন্দিরই ভক্তিপীঠ, মা কালীর অর্চনা হয়
আরও দেখুন

গত ৭ মার্চ দোলের দিন সকালে অনুব্রতকে আসানসোল জেল থেকে কলকাতা হয়ে দিল্লি নিয়ে যায় ইডি। নিত্যদিন সিবিআই ও ইডির হাতে উঠে আসছে নতুন নতুন তথ্য। দিল্লিতে ইডির হেফাজতে থাকার মধ্যে ডাক পড়েছে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলেরও। তার কাছে ইতিমধ্যেই বেশ কয়েকবার এসেছে নোটিশ। যদিও সুকন্যা জানিয়েছেন তাঁর শরীর খারাপ। সে কারণেই যেতে পারছেন না দিল্লিতে। দিল্লি ডেকে পাঠিয়ে গ্রেফতার করা হয়েছে অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মনীশ কোঠারিকে। এই পরিস্থিতিতে আসানসোল সংশোধনাগারের জেলার সুপারকে ডেকে পাঠানো বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mondal News: ধারণা ছিল না কারও, এবার এমন একজনকে ডাকল ইডি, তিহাড়েও আরও ভয় গ্রাস অনুব্রত মণ্ডলকে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল