সোমবার অনুব্রতর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাঁর আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা। সূত্রের খবর, অনুব্রত আইনজীবীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো বক্তব্য শুনে বলেন, ''গতকাল আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেহালায় আমার সমর্থনে যা বলেছেন, তা কাম্য ছিল। আমি জানতাম দিদি আমার পাশে থাকবেন। আমি কোন অপরাধ করিনি। দিদি সেটা বুঝতে পেরেছেন। দিদি আমার সমর্থনে কথা বলায় আমার আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গিয়েছে। আমি নিজেকে নিয়ে অনেকটাই স্বস্তি অনুভব করছি।''
advertisement
আরও পড়ুন: 'আমি জানতাম দিদি আমার পাশে দাঁড়াবে', মমতার মন্তব্যে যেন প্রাণ ফিরে পেলেন 'কেষ্ট'
বস্তুত, পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে মুখই খোলেননি মমতা। মন্ত্রিসভা থেকে পার্থকে সরিয়েও দিয়েছেন। রবিবার পার্থর বিধানসভা এলাকাতে গিয়ে পার্থ নয়, বরং সরাসরি অনুব্রতর পাশে দাঁড়ান মমতা। বলেন, ''আর কতজনকে গ্রেফতার করবে? আমি জেল ভরো আন্দোলেনের ডাক দেব৷ একটা কেষ্টকে ধরলে লক্ষ কেষ্ট আছে, কেষ্টরা ভয় পাবে না।"
এখানেই শেষ নয়, সরাসরি অনুব্রতর গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''অনুব্রতকে গ্রেফতার কেন? কী করেছিল? কেষ্টকে জেলে আটকালে কী হবে? ওদের এজেন্সির কিছু লোক রয়েছে, তাঁদের টাকা দিয়ে পোষে। মাঝরাতে কেন সিবিআই বাড়িতে ঢুকছে? কেষ্টর বাড়িতে তাণ্ডব চালিয়েছে সিবিআই।'' ব্যস, দলনেত্রীর এই বার্তা পেয়েই রীতিমতো মনখুশ অনুব্রতর।