TRENDING:

কলকাতা হাই কোর্টে বিরাট স্বস্তি অনুব্রত মণ্ডলের! 'অনুদান' মামলায় হস্তক্ষেপ নয় আদালতের

Last Updated:

Anubrata Mondal: প্রয়োজন হলে আবারও আদালতের দ্বারস্থ হতে পারেন মামলাকারী। এমনই নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কলকাতা হাইকোর্টে স্বস্তি অনুব্রত মণ্ডলের। স্বস্তিতে বোলপুর পুরসভাও। বোলপুর পুরসভায় বিল্ডিং প্ল্যান পাশের জন্য 'অনুদান' সংক্রান্ত মামলায় এই মুহূর্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট। এই মুহূর্তে সিবিআই তদন্তের দাবিকেও মান্যতা দিল না আদালত।
বড় স্বস্তি অনুব্রতর
বড় স্বস্তি অনুব্রতর
advertisement

মামলার পক্ষে এই মুহূর্তে পর্যাপ্ত নথি নেই। পর্যবেক্ষণ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। প্রয়োজনীয় নথির জন্য পুরসভার চেয়ারপার্সনের কাছে আবেদন জানাতে পারেন মামলাকারী, এমনটাই জানিয়েছে কলকাতা হাই কোর্ট। আবেদন করলে মামলাকারীকে নথি দেবেন বোলপুর পুরসভার চেয়ারপার্সন।

আরও পড়ুন: এবার নন্দীগ্রামে উদ্ধার টাকা, দিন মজুরের বাড়িতে ২ লক্ষ! তদন্তে পুলিশ

advertisement

তারপর প্রয়োজন হলে আবারও আদালতের দ্বারস্থ হতে পারেন মামলাকারী। এমনই নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বোলপুর পুরসভার বিরুদ্ধে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। অভিযোগ করা হয়, বোলপুরে বাড়ি করার জন্য 'অনুদান' দিতে হয়। পুরসভা থেকে সেই অনুদান পৌঁছোত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের কাছে। তার পরেই নাকি অনুমোদন পেত ‘বিল্ডিং প্ল্যান’।

advertisement

আরও পড়ুন: দেবীপক্ষেও শরৎ আকাশে বর্ষার দাপট, ১ থেকে ২ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি তৃতীয়ার কলকাতা-সহ রাজ্যের এই জেলাগুলিতে

হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি চলছিল। বুধবার আদালত জানিয়েছে, মামলার পক্ষে এই মুহূর্তে পর্যাপ্ত নথি নেই।

বাংলা খবর/ খবর/কলকাতা/
কলকাতা হাই কোর্টে বিরাট স্বস্তি অনুব্রত মণ্ডলের! 'অনুদান' মামলায় হস্তক্ষেপ নয় আদালতের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল