মামলার পক্ষে এই মুহূর্তে পর্যাপ্ত নথি নেই। পর্যবেক্ষণ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। প্রয়োজনীয় নথির জন্য পুরসভার চেয়ারপার্সনের কাছে আবেদন জানাতে পারেন মামলাকারী, এমনটাই জানিয়েছে কলকাতা হাই কোর্ট। আবেদন করলে মামলাকারীকে নথি দেবেন বোলপুর পুরসভার চেয়ারপার্সন।
আরও পড়ুন: এবার নন্দীগ্রামে উদ্ধার টাকা, দিন মজুরের বাড়িতে ২ লক্ষ! তদন্তে পুলিশ
advertisement
তারপর প্রয়োজন হলে আবারও আদালতের দ্বারস্থ হতে পারেন মামলাকারী। এমনই নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বোলপুর পুরসভার বিরুদ্ধে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। অভিযোগ করা হয়, বোলপুরে বাড়ি করার জন্য 'অনুদান' দিতে হয়। পুরসভা থেকে সেই অনুদান পৌঁছোত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের কাছে। তার পরেই নাকি অনুমোদন পেত ‘বিল্ডিং প্ল্যান’।
হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি চলছিল। বুধবার আদালত জানিয়েছে, মামলার পক্ষে এই মুহূর্তে পর্যাপ্ত নথি নেই।