হাসপাতাল থেকে গাড়ি বেরিয়ে যায়। কিন্তু তিনি সিবিআই দফতরের দিকে গেলেন না। গাড়ি ওঠে এজেসি বোস ফ্লাইওভারে। এরপর মা ব্রিজ, বাইপাস, ভিআইপি রোড হয়ে ঢুকে গেলেন চিনার পার্কের বাড়িতে। চিনার পার্কের বাড়িতে তিনি রয়েছেন জেনে সিবিআই আধিকারিকরা সেখানেই নোটিশ দিতে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেন। সিবিআই আধিকারিকরা সেখানে যান, কিন্তু তাঁর দেখা পাওয়া যায়নি। কারণ ততক্ষণে তিনি নিবেদিতা সেতু ধরে বোলপুরে রওনা দিয়ে দিয়েছেন।
advertisement
আরও পড়ুন: গৃহবধুর সঙ্গে প্রেম! ছুটে এসেছিলেন সৌদি আরব থেকে, চরম পরিণতি অশোকনগরের যুবকের
বোলপুরে পৌঁছে সেখানেই নিজের বাড়িতে রাত কাটিয়েছেন তিনি। ইমেল করে সিবিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয় পরবর্তী হাজিরার দিনক্ষণ। কিন্তু তিনি কি সেটা দেখলেন? তাঁর প্রাপ্তি স্বীকার আদায় করার জন্য সিবিআই আধিকারিক পৌঁছে যান তাঁর বাড়িতে। কিছুক্ষণ পরে অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে পৌঁছয় একটি গাড়ি। সেখানে বোলপুর মহকুমা হাসপাতাল থেকে চিকিৎসকদের এক প্রতিনিধি দল যায়। অনুব্রত মণ্ডলকে দেখেন। বলা ভাল নেই তিনি। ফিসচুলার সমস্যা রয়েছে তাঁর। বেড রেস্ট প্রয়োজন। দীর্ঘ সফরও তাঁর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে ১০ অগাস্ট সিবিআইয়ের তরফে তাঁকে যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাতে কি তিনি যাবেন? একদিন আগে এসএসকেএম হাসপাতাল যে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করল সেখানে কেনও ধরা পড়ল না এই গুরুতর সমস্যা? কে ঠিক বলছে? কে ভুল বলছে? প্রশ্ন উঠতে শুরু করেছে। জল্পনা শুরু হয়েছে তাহলে কী আবার স্বাস্থ্যকে ঢাল করে হাজিরা এড়াতে চলেছেন অনুব্রত?
আজ অবশ্যই তাই সত্যি হল, এদিনও হাজিরা এড়িয়েছেন অনুব্রত। সূত্রের খবর অসুস্থ হওয়ার কারণ দেখিয়ে আবারও ১৪ দিন সময় চাইলেন সিবিআইয়ের কাছে।
UJJAL ROY