TRENDING:

Anubrata Mondal|| কখনও হাসপাতালে, কখন বাড়িতে! সিবিআইয়ের সঙ্গে লুকোচুরি 'কেষ্ট'র

Last Updated:

Anubrata Mondal cow smuggling case CBI summon: আজ হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডল। সূত্রের খবর অসুস্থ হওয়ার কারণ দেখিয়ে আবারও ১৪ দিন সময় চাইলেন সিবিআইয়ের কাছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে জেরা করতে চায় সিবিআই। কিন্তু কিছুতেই তাঁর নাগাল পাওয়া যায় না। নোটিশের পর নোটিশ ধরালেও অধরাই থাকছেন কেষ্ট। সোমবারও নিজাম প্যালেসে সিবিআই দফতরে যাওয়ার কথা ছিল অনুব্রত মণ্ডলের। কিন্তু তিনি সোজা চলে যান এসএসকেএম হাসপাতালে। তিনি ভর্তি হবেন কিনা তাই নিয়ে জল্পনা চলছিল। মেডিক্যাল বোর্ড তাঁর সবকিছু পরীক্ষা করে জানিয়ে দেয়, তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি নেই। তার পরেও হাসপাতালে দীর্ঘ সময় বসেছিলেন তিনি। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি কোথায় যাবেন? সিবিআই দফতরে? নাকি চিনার পার্কের বাড়িতে? নাকি বোলপুরের বাড়িতে?
advertisement

হাসপাতাল থেকে গাড়ি বেরিয়ে যায়। কিন্তু তিনি সিবিআই দফতরের দিকে গেলেন না। গাড়ি ওঠে এজেসি বোস ফ্লাইওভারে। এরপর মা ব্রিজ, বাইপাস, ভিআইপি রোড হয়ে ঢুকে গেলেন চিনার পার্কের বাড়িতে। চিনার পার্কের বাড়িতে তিনি রয়েছেন জেনে সিবিআই আধিকারিকরা সেখানেই নোটিশ দিতে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেন। সিবিআই আধিকারিকরা সেখানে যান, কিন্তু তাঁর দেখা পাওয়া যায়নি। কারণ ততক্ষণে তিনি নিবেদিতা সেতু ধরে বোলপুরে রওনা দিয়ে দিয়েছেন।

advertisement

আরও পড়ুন: গৃহবধুর সঙ্গে প্রেম! ছুটে এসেছিলেন সৌদি আরব থেকে, চরম পরিণতি অশোকনগরের যুবকের

বোলপুরে পৌঁছে সেখানেই নিজের বাড়িতে রাত কাটিয়েছেন তিনি। ইমেল করে সিবিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয় পরবর্তী হাজিরার দিনক্ষণ। কিন্তু তিনি কি সেটা দেখলেন? তাঁর প্রাপ্তি স্বীকার আদায় করার জন্য সিবিআই আধিকারিক পৌঁছে যান তাঁর বাড়িতে। কিছুক্ষণ পরে অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে পৌঁছয় একটি গাড়ি। সেখানে বোলপুর মহকুমা হাসপাতাল থেকে চিকিৎসকদের এক প্রতিনিধি দল যায়। অনুব্রত মণ্ডলকে দেখেন। বলা ভাল নেই তিনি। ফিসচুলার সমস্যা রয়েছে তাঁর। বেড রেস্ট প্রয়োজন। দীর্ঘ সফরও তাঁর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে ১০ অগাস্ট সিবিআইয়ের তরফে তাঁকে যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাতে কি তিনি যাবেন? একদিন আগে এসএসকেএম হাসপাতাল যে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করল সেখানে কেনও ধরা পড়ল না এই গুরুতর সমস্যা? কে ঠিক বলছে? কে ভুল বলছে? প্রশ্ন উঠতে শুরু করেছে। জল্পনা শুরু হয়েছে তাহলে কী আবার স্বাস্থ্যকে ঢাল করে হাজিরা এড়াতে চলেছেন অনুব্রত?

advertisement

আজ অবশ্যই তাই সত্যি হল, এদিনও হাজিরা এড়িয়েছেন অনুব্রত। সূত্রের খবর অসুস্থ হওয়ার কারণ দেখিয়ে আবারও ১৪ দিন সময় চাইলেন সিবিআইয়ের কাছে।

সেরা ভিডিও

আরও দেখুন
একটা ফোন, বাড়িতে পৌঁছে যাবে খোদ বর্ধমানের বিখ্যাত সীতাভোগ! বড় উদ্যোগ মিষ্টি দোকানের
আরও দেখুন

UJJAL ROY

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mondal|| কখনও হাসপাতালে, কখন বাড়িতে! সিবিআইয়ের সঙ্গে লুকোচুরি 'কেষ্ট'র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল