বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বুথস্তরীয় সমাবেশে অনুষ্ঠীত হয়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কেষ্টকে বীরের সম্মানে ফিরিয়ে আনতে হবে"। সমাবেশ থেকে বিরোধীদের হুঁশিয়ারি দেন দলনেত্রী৷ তিনি বলেন, "বীরভূম হারতে শেখেনি৷ ওটা লাল মাটির রাস্তা৷ প্রতিবার ভোটের আগে কেষ্টকে নজরবন্দি করা হয়৷ কী ভাবছেন কেষ্টকে জেলে পুরে লোকসভায় আসন দখল করবেন? কুৎসা করে কোনও লাভ নেই৷ কেষ্টকে বীরের সম্মানে ফিরিয়ে আনতে তৈরি হোন৷ আমার মনের জোর অনেক বেশি৷ কেষ্ট ফিরে না আসা পর্যন্ত লড়াই তিনগুণ হবে৷"
advertisement
আরও পড়ুন: 'দিদি পাশে আছে, এটাই এনাফ', বীরের সম্মান পেয়ে চওড়া হাসি অনুব্রতর মুখে
দলনেত্রীর এই বার্তা পেয়ে স্বাভাবিকভাবেই খুশি ছিলেন অনুব্রত মণ্ডল। আজ যখন তিনি কলকাতা আসার উদ্দেশে আসানসোল আদালত থেকে বাইরে বেরোন, তখন স্বাভাবিকভাবেই তাঁকে অনেকতাই নিশ্চিন্ত লাগছিল। বেকসুর খালাসের রায়ে স্বস্তি বেড়ে গেল আরও অনেকটাই।