প্রধানমন্ত্রী শহরে আসার আগেই শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি বিক্ষোভে সামিল নাগরিক সমাজও। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের দাবি, প্রধানমন্ত্রীর কনভয় যাওয়ার পথ সামলানোর দায়িত্ব রাজ্য সরকারের। প্রধানমন্ত্রীর সফরে রাজনীতি থাকা উচিত নয়।
যাদবপুরে মোদি বিরোধী মিছিল পড়ুযাদের। ‘গো ব্যাক মোদি’ বার্তা দিয়ে মিছিল পড়ুয়াদের। যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাড়াও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারাও মিছিল সামিল হন। বিভিন্ন বাজনা, পোস্টার নিয়ে মিছিল করেন পড়ুয়ারা।
advertisement
ধর্মতলাতেও মোদি বিরোধী মিছিল। লেনিন সরণি দিয়ে ধর্মতলা যায় মিছিল। কালো বেলুন, পোস্টার, জাতীয় পতাকা হাতে মিছিলে পড়ুয়ারা। CAA, NRC-সহ বিভিন্ন ইস্যুতে মিছিল। মিছিলে সামিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজের পড়ুয়ারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন পুলিশবাহিনী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যতক্ষণ এ রাজ্যে থাকবেন, ততক্ষণ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ চলবে। হুঁশিয়ারি এসএফআইয়ের।