কলকাতা পুরসভার ৭০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গুড়িয়া কুমারী। গর্ভবতী হওয়ায় এসএসকেএম হাসপাতালের গাইনোকোলজি বিভাগে তাঁর চিকিৎসা চলছিল। গত সপ্তাহ থেকে জ্বরে আক্রান্ত হন। এরপর এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে পরিবারের অভিযোগ সেখান থেকে ছেড়ে দেওয়া হয়। গত শনিবার ২২ তারিখ থেকে শারীরিক অবস্থার অবনতি হলে রবিবার ফের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিনই তাঁর ডেঙ্গি পজিটিভ রিপোর্ট আসে। চিকিৎসকেরা জরুরি ভিত্তিতে প্রসব করান। ২৩ তারিখ রবিবারই তিনি পুত্র সন্তানের জন্ম দেন। এরপরই শারীরিক অবস্থার ফের অবনতি হয়। পরিবারের দাবি অস্ত্রোপচারের দরুণ রক্তপাতও হয় প্রবল। সঙ্গে ডেঙ্গি আক্রান্ত হওয়ায় আরও অবনতি হয় গুড়িয়া কুমারীর। একটা সময় রক্তে প্লেটলেট কাউন্ট নেমে আসে ৩০ হাজারের নীচে।
advertisement
এখানেই পরিবারের আরও অভিযোগ তখনও জেনারেল বেডে রেখেই চিকিৎসা করা হয় নি ওই তরুণীর। এরপর মঙ্গলবার সকালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হয়। কিন্ত শেষ রক্ষা হয়নি। ডেঙ্গিতে আক্রান্ত হয়েই মঙ্গলবার দুপুর ১:৪২ নাগাদ মৃত্যু হয় ৭০ নম্বর ওয়ার্ডের তরুণী এই বাসিন্দার। তবে পুত্র সন্তানের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
আরও পড়ুন: রাজ্য জুড়ে স্কুলে স্কুলে এবার 'শিশু সংসদ'! আট দফা গাইডলাইন জারি স্কুল শিক্ষা দফতরের...
আরও পড়ুন: ৫নভেম্বর রাজ্যে নবান্নে মুখোমুখি শাহ-মমতা, থাকতে পারেন আরও চার রাজ্যের মুখ্যমন্ত্রী
উৎসবের মরসুম প্রায় শেষের পথে কিন্তু ডেঙ্গিতে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে কলকাতা পুর এলাকাগুলিতে। সরকারি মতে এখনও ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৭ জনের। মশাবাহিত এই রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে ক্রমাগত। পুরসভার তরফ থেকে বারংবার সচেতনতার প্রচার চালানোর পরও ডেঙ্গির এই পরিস্থিতি চিন্তা বাড়াচ্ছে রাজ্যের সাধারণ মানুষের মনে।