TRENDING:

NRS কুকুর শাবক নিধন কাণ্ডে দোষীদের কড়া শাস্তির সুপারিশ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ছোট্ট ছোট্ট চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে ৷ মাথা ফেটে গিয়েছে ৷ আর্তনাদে চিৎকার করছে তারা ৷ কিন্তু তা স্বত্ত্বেও একবারের জন্য বুক কেঁপে ওঠেনি দুই নার্সিং ছাত্রীর ৷ ১৬টি কুকুর শাবককে পিটিয়ে খুন করে তারা ৷ নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কুকুর নিধনের এই ঘটনার তদন্তের জন্য কমিটি গঠন করল এনআরএস কর্তৃপক্ষ ৷ অভিযোগ দায়ের হয়েছে এন্টালি থানাতেও ৷
advertisement

সূত্রের খবর, ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে এনআরএস কর্তৃপক্ষ ৷

কুকুর নিধনে কড়া ব্যবস্থার সুপারিশ করবে তদন্ত কমিটি ৷ জানালেন তদন্ত কমিটির প্রধান দ্বৈপায়ন বিশ্বাস ৷ তিনি এনআরএসের ডেপুটি সুপার ৷ তিনি জানিয়েছেন, অভিযোগ প্রমাণে দোষীদের বহিষ্কারের সুপারিশ করবে তদন্ত কমিটি৷ ভিডিও ফুটেজে দেখানো জায়গা চিহ্নিতকরণ করা হয়েছে ইতিমধ্যেই ৷ জায়গাটি চিহ্নিত করেন তদন্ত কমিটির সদস্যরা ৷ ইতিমধ্যেই কুকুর নিধনে এন্টালি থানায় অভিযোগ দায়ের করেছে কলেজ কর্তৃপক্ষ ৷ পুলিশকেও জায়গাটি দেখানো হবে বলে জানিয়েছে তদন্ত কমিটি ৷

advertisement

নিরীহ পশুদের উপর নৃশংস অত্যাচার বন্ধ হবে কবে ? এই প্রশ্নটা চারদিকে উঠছেই ৷ এর মধ্যেই শহরের বুকেই ঘটল একটি বীভৎস ঘটনা ৷ রবিবার দুপুরে দুটি বস্তা দেখা যায় নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সামনে ৷ তখনও অবধি জানা ছিল না ওই বস্তার মধ্যে কী রয়েছে! তবে, বস্তার মুখ খুলতেই চক্ষু চড়কগাছ! কালো প্যাকেটের মুখ খুলতেই দেখা যায়, বস্তার মধ্যে রয়েছে ১৬টি কুকুরছানার দেহ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

তার মাঝেই সামনে এসেছে আরও একটি ভিডিও ৷ আর সেই ভিডিওটি নিয়েই চাঞ্চল্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ তৈরি হয়েছে আলোড়ন ৷ সোমবার সকালে প্রকাশ্যে আসে শিয়ালদহের আর আহমেদ ডেন্টাল কলেজের আবাসিক ছাত্রীদের তোলা একটি ভিডিও ক্লিপ ৷ সেই ভিডিওতে দেখা যায়, নীলরতন সরকার মেডিক্যাল কলেজের মধ্যে দুই মহিলা লোহার রড হাতে কুকুরগুলিকে বেধড়ক মার মারচ্ছেন ৷ ঘটনার পর থেকে দুই মহিলার কথা উঠে আসছিল ৷ ভিডিও ক্লিপে দেখা যাওয়া দুই মহিলার সঙ্গে এদের যোগ রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
NRS কুকুর শাবক নিধন কাণ্ডে দোষীদের কড়া শাস্তির সুপারিশ