মাঝেমধ্যেই শোনা যায় এই নাম। ফের প্রকাশ্যে জামতারা গ্যাং। সাইবার অপরাধে জামতারা গ্যাংয়ের এক অভিযুক্ত ওয়াসিম আনসারীকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
আরও পড়ুন- ১১ বছর বিধানসভায় মুখ্যমন্ত্রীর পাশে বসতেন পার্থ ! এখন অন্য কেউ নয়, ফাঁকাই রাখা হল আসনটি
পুলিশ সূত্রে খবর, এক অভিযুক্ত সাইবার ক্রাইম থানায় অভিযোগ করে জানান, ইন্টারনেট থেকে ব্যাংকের কাস্টমার কেয়ার নম্বর জোগাড় করে ফোন করতে তাঁকে ব্যাংক কর্মী পরিচয় দিয়ে কথা বলে।
advertisement
সেই ব্যক্তিকে মোবাইল ব্যাংকিংয়ে অ্যাপের অসুবিধার কথা জানালে তাঁকে একটি সটওয়্যারের লিংক পাঠিয়ে ডাউনলোড করতে বলা হয়। অভিযোগকারী ব্যক্তি ডাউনলোড করলে সেটার ব্যবহারে মোবাইল ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে ওই ব্যাংক কর্মী। অভিযোগে জানান তিনি। এরপরই তিনি জানতে পারেন তার ব্যাংক একাউন্ট থেকে ২ লক্ষ টাকা উধাও হয়ে গেছে।
সেই তদন্ত শুরু করে পুলিশের নজরে আসে জামতারা গ্যাং। অভিযুক্ত ওয়াসিম আনসারীর একাউন্টে এই টাকা পৌঁছেছিল বলে পুলিশ সূত্রে খবর। তাকে জিজ্ঞাসাবাদের জন্যে তলব করে সাইবার ক্রাইম থানার পুলিশ। তবে সে থানায় না এসে আদালতে জামিনের আবেদন জানায় ৩১ তারিখ।
আদালত তাকে ৫ দিনের জন্যে পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের মূল পান্ডার খোঁজ চালাতে চায় সাইবার ক্রাইম থানার পুলিশ।
অনুপ চক্রবর্তী