TRENDING:

Amit Shah in Bengal: অষ্টমীতে রাজ্যে এসে অঞ্জলি দেবেন অমিত শাহ? জল্পনা উস্কে দিলেন সুকান্ত

Last Updated:

বিধানসভা নির্বাচনে কাঙ্খিত লক্ষ্যের ধারেকাছে না পৌঁছলেও দুর্গা পুজোকে হাতিয়ার করেই ফের একবার বাঙালি ভাবাবেগকে ছুঁতে চায় বিজেপি শীর্ষ নেতৃত্ব৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দুর্গাপুজোতেও চড়তে পারে রাজনীতির পারদ৷ বিজেপি রাজ্য সভপতি সুকান্ত মজুমদার জানিয়ে দিলেন, অষ্টমীর দিন রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷
ছবি - ফেসবুক
ছবি - ফেসবুক
advertisement

অমিত শাহ দুর্গা পুজোর উদ্বোধনে বাংলায় আসতে পারেন, গত কয়েক দিন ধরেই এমন খবর শোনা যাচ্ছিল৷ রাজ্য বিজেপি-ও সেই চেষ্টা চালাচ্ছিল৷ সল্টলেকে বিজেপি-র নিজস্ব পুজো ছাড়াও সল্টলেকেরই আরও একটি পুজো এবং সন্তোষ মিত্র স্কয়ারের পুজোর উদ্বোধনের কথা ছিল তাঁর৷ যদিও এ বিষয়ে কোনও নিশ্চয়তা মেলেনি৷

এ দিন সুকান্ত মজুমদার যে দাবি করলেন, তার পরে অমিত শাহের পুজো উদ্বোধন করার সম্ভাবনা আরও কমল৷ সেক্ষেত্রে দুর্গা পুজোর মধ্যেই বাংলায় আসতে পারেন শাহ৷ দিতে পারেন অঞ্জলিও৷ তবে সুকান্তর কথায় পরিষ্কার,একান্তই যদি অষ্টমীতে নাও হয়, নবমী- দশমীতেও অমিত শাহ রাজ্যে এলে সন্তুষ্ট বঙ্গ বিজেপির নেতারা৷ বিজেপি নেতারা৷

advertisement

আরও পড়ুন: দল ছাড়তে চেয়ে ফেসবুকে বার্তা হাওড়ার তৃণমূল বিধায়কের, একই সুর মন্ত্রী অরূপের গলায়

এর আগে রাজ্যে ভোট প্রচারে রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্গা পুজোর আয়োজনে অসহযোগিতার মতো গুরুতর অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ সল্টলেকে দুর্গা পুজোর উদ্বোধনও সেরে গিয়েছেন তিনি৷

বিধানসভা নির্বাচনে কাঙ্খিত লক্ষ্যের ধারেকাছে না পৌঁছলেও দুর্গা পুজোকে হাতিয়ার করেই ফের একবার বাঙালি ভাবাবেগকে ছুঁতে চায় বিজেপি শীর্ষ নেতৃত্ব৷ কারণ এখনও তাঁদের পাখির চোখ বাংলা৷ আপাতত ২০২৪-এ রাজ্যে পায়ের তলার নীচে জমি ধরে রাখাও চ্যালেঞ্জ বিজেপি-র কাছে৷ তাই পুজোর মধ্যে অমিত শাহ বাংলায় এসে দুর্গা পুজোর অঞ্জলি দিলে, তা বঙ্গ বিজেপি-র কাছে প্রচারের নতুন হাতিয়ার হয়ে উঠতে পারে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

তবে অমিত শাহের মতো হিন্দিভাষী নেতাদের দুর্গাপুজোয় রাজ্যে নিয়ে হিতে বিপরীত হবে কি না, সেই বিতর্কও মাথাচাড়া দিয়েছে রাজ্য বিজেপি-র অন্দরে৷ কারণ রাজ্য বিজেপি-র নেতাদের একাংশই মনে করেন, সর্বভারতীয় স্তরে জনপ্রিয় হলেও অমিত শাহ, জে পি নাড্ডাদের মতো হিন্দিভাষী নেতাদের দুর্গা পুজোয় নিয়ে এসে বাঙালি আবেগ খুব একটা ছোঁয়া যাবে না৷ বরং বিধানসভা ভোটের মতোই বহিরাগতদের নিয়ে এসে বিজেপি রাজনীতি করছে বলে আক্রমণ করার সুযোগ পেয়ে যাবে তৃণমূল৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Amit Shah in Bengal: অষ্টমীতে রাজ্যে এসে অঞ্জলি দেবেন অমিত শাহ? জল্পনা উস্কে দিলেন সুকান্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল